সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০১:৩৪:৫৯

সেই রহস্যদ্বীপে নামলো চীনা সামরিক বিমান, কি হচ্ছে সেখানে?

সেই রহস্যদ্বীপে নামলো চীনা সামরিক বিমান, কি হচ্ছে সেখানে?

আন্তর্জাতিক ডেস্ক : রহস্যদ্বীপে প্রথমবারের মত অবতরণ করলো একটি চীনা সামরিক বিমান। গত জানুয়ারি মাসেই সেখানে চীনের বেসামরিক বিমান পরীক্ষামূলকভাবে অবতরণ করেছিল। ফলে ধারণা করা হচ্ছে, চীন সেখানে সামরিক ঘাঁটি বানাতে পারে।

রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরের এই দ্বীপটিতে নতুন বিমানবন্দর তৈরি করেছে চীন।

ফিয়ারি ক্রস রিফে তৈরি এই বিমানবন্দরের রানওয়ে ১০,০০০ ফুট দীর্ঘ। এক বছরের বেশি সময় ধরে খনন করা বালি দিয়ে বিমানবন্দরটি তৈরি করা হয়েছে।

চীনের সেনা বিশেষজ্ঞদের উদ্ধৃত করে দেশটির প্রভাবশালী গ্লোবাল টাইমস পত্রিকা জানায়, যুদ্ধের সময় বিমানবন্দরটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা যাবে। এতে দীর্ঘ পাল্লার বোমারু বিমান, পরিবহন বিমান এবং চীনের অত্যাধুনিক জঙ্গিবিমান অবতরণ করতে সক্ষম।

দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতি বছর ৫ লাখ কোটি ডলারের পণ্য পরিবহন করা হয়। চীনের সাথে এই সাগরের সীমা নিয়ে ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান এবং ব্রুনাইয়ের বিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র এক্ষেত্রে চীন বিরোধী শক্তিগুলোকে মদত দিয়ে থাকে।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে