সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০৪:৫৯:০০

ঠাণ্ডা লড়াইয়ের দিকে দু'দেশ, মার্কিন বিমান আটকে দিল রাশিয়া

ঠাণ্ডা লড়াইয়ের দিকে দু'দেশ, মার্কিন বিমান আটকে দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমশ উত্তেজনা বাড়ছে রাশিয়া-আমেরিকার মধ্যে। গত কয়েকদিন আগে মার্কিন রণতরীর একেবারে গাঁ ঘেঁষে চলে যায় রাশিয়ান সুখোই ফাইটার জেট। যা নিয়ে দুদেশের মধ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। সেই রেশ কাটতে না কাটতে এবার মার্কিন বিমানবাহিনীর নজরদারি বিমান আরসি-১৩৫-কে আটকে দিল রাশিয়ান যুদ্ধ বিমান।

পেন্টাগনের দাবি, সম্প্রতি বাল্টিক সমুদ্রের ওপর আন্তর্জাতিক আকাশসীমার ওপর দিয়ে যখন একটি মার্কিন বিমানবাহিনীর নজরদারি বিমান (আরসি-১৩৫) উড়ে যাচ্ছিল, তখন তাকে ‘অবৈধভাবে’ রুখে দেয় রুশ বোমারু ‘সুখোই-২৭’ যুদ্ধবিমান। কিন্তু যেখানে রাশিয়ান আকাশ সীমায় ঢোকেনি মার্কিন নজরদারি বিমান, সেখানে কীভাবে রাশিয়ান ফাইটার জেট তাদের গতি রোধ করতে পারে, প্রশ্ন পেন্টাগনের। পুরো ঘটনাটি নজিরবিহীন বলে মত পেন্টাগনের মুখপাত্র লরা সিলের। একই সঙ্গে বিষয়টি অপেশাদার ও অসুরক্ষিত বলেও উল্লেখ করেন লরা।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই মার্কিন রণতরী ইউএসএস ডোনাল্ড কুকের মাত্র ৩০ ফুটের মধ্যে দিয়ে উড়ে যায় রাশিয়ার সুখোই-২৪ যুদ্ধবিমান। তখনো দুদেশের মধ্যে মন্তব্য-পাল্টা মন্তব্য শুরু হয়েছিল। মার্কিন প্রশাসন ওই ঘটনার তীব্র ভাষায় নিন্দা করে। যদিও, সব অভিযোগ খারিজ করে মস্কো। কিন্তু যেভাবে নতুন করে এই ঘটনা ঘটল, তাতে দু’দেশের মধ্যে যে ফের ঠান্ডা লড়াই শুরু হয়ে গেল, তা এক কথায় মেনে নিচ্ছেন সামরিক পর্যবেক্ষকরা।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে