সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০৭:১৯:৫৯

ভয়ঙ্কর জঙ্গলে নিরস্ত্র সাহসী এক নারীর গল্প, শুনলে চমকে যাবেন!

ভয়ঙ্কর জঙ্গলে নিরস্ত্র সাহসী এক নারীর গল্প, শুনলে চমকে যাবেন!

অান্তর্জাতিক ডেস্ক : ভয়ঙ্কর জঙ্গলে নিরস্ত্র এক সাহসী নারীর অজানা গল্প, যা শুনলে চমকে যাবেন! হাতে একটা লাঠি, পায়ে হান্টি বুট আর পিঠে একটা ব্যাকপ্যাক নিয়ে হিংস্র ওই নারী ছুটে চলেন।  পশুতে ভরা জঙ্গলের মধ্যদিয়ে একা হেঁটে চলেন সুব্বালক্ষ্ণী।  তিনি যে সাধারণ মেয়ে নন তা বোঝাই যাচ্ছে।  তিনি একজন ফরেস্ট বিট অফিসার।  নিজের ডিউটি করতে জঙ্গলের মধ্যে ৩৫ কিলোমিটার প্রায় রোজই হেঁটে পারাপার হন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

অন্ধ্রপ্রদেশের বালুপাল্লে রেঞ্জে তিনিই একমাত্র কর্মী।  একজন সহকারী থাকার কথা ছিল বটে, কিন্তু দীর্ঘদিন ধরে সেই পদ খালি পড়ে আছে।  আগের বিট অফিসার অন্যত্র চলে যাওয়ার পর সুব্বালক্ষ্ণী এ দায়িত্ব গ্রহণ করেন।  কিন্তু হাতে অস্ত্র নেই, গাড়ি নেই, কোনো সহকারীও নেই।  তবুও ভয়ানক জঙ্গলে একলা হেঁটে পার হতে একটুও ঘাবড়ান না সুব্বালক্ষ্ণী।

জঙ্গলটি যে একেবারে নিরাপদ তা ভাবার কোনো কারণ নেই।  হিংস্র জানোয়ার তো রয়েছেই।  তার সঙ্গে রয়েছে চোরাচালানকারীরা।  এদের মধ্যে কেউ জঙ্গলের জানোয়ার মারে, কেউ গাছ কেটে চালান দেয়।  কোনোক্রমে যদি এদের কারো মুখোমুখি হতে হয় তাকে, তবে নিয়তি কোন দিকে নিয়ে যেতে পারে তা ভালোই জানেন সুব্বালক্ষ্ণী।  তবে কোনোকিছুই যেন তার মাঝে আসতে পারে না।  এ নিয়ে কারো প্রতি কোনো অভিযোগও নেই।

সুব্বালক্ষ্ণীর সিনিয়র অফিসার টি ভি সুব্বারেড্ডি বলেন, এমন সাহসী মেয়ে আমি জীবনে দেখিনি।  ও ভীষণ পরিশ্রমী।  কাজ করার এমন উদ্যম আমি কারো মধ্যে দেখিনি।  
১৮ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে