সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ১১:৪৮:৫৮

মন্ত্রী পঙ্কজার সেলফি ভাইরাল, বিতর্ক তুঙ্গে

মন্ত্রী পঙ্কজার সেলফি ভাইরাল, বিতর্ক তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক : খরা কবলিত লাতুরের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে সেলফি তুলে বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের মন্ত্রী পঙ্কজা মুণ্ডে।  তিনি সেলফি তোলেন যখন তিনি মঞ্জরা নদীর আশপাশের এলাকা ঘুরে দেখছিলেন।

তবে সেলফি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রীর কড়া সমালোচনায় সরব হয়েছে শিবসেনা।  শিবসেনা নেতা মনীষা কেয়ান্দে বলেন, এটা নেহাতই দুর্ভাগ্যের একজন মন্ত্রী, খরা কবলিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে সেলফি তুলতে ব্যস্ত।  এ নিয়ে বিতর্ক তুঙ্গে।

দিন কয়েক আগে মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী একনাথ খাদসে লাতুরের বেলকুন্দে তার জন্য হেলিপ্যাড তৈরিতে ১০ হাজার লিটার জল নষ্ট করায় বিরোধীদের তোপের মুখে পড়েছিলেন।

যদিও সমালোচনার মুখে তিনি দাবি করেন, হেলিপ্যাড তৈরিতে সামান্য জলই লেগেছিল।

সম্প্রতি মারাত্মক জলাভাবে কষ্ট পাচ্ছেন লাতুরবাসীরা।  এখনও পর্যন্ত লাতুরের খরা কবলিত এলাকায় কৃষ্ণা নদী থেকে ট্রেনে করে ১৫ লাখ লিটার পানি পৌঁছে দেয়া হয়েছে।
১৮ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে