মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ০৩:০৫:২৩

পাকিস্তানে কমেডি শো’তে হিন্দুদের ‘কুত্তা’ বলাও কৌতুক?

পাকিস্তানে কমেডি শো’তে হিন্দুদের ‘কুত্তা’ বলাও কৌতুক?

অন্তর্জাতিক ডেস্ক: এমনিতেই পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের করুণ দশা সমগ্র বিশ্বজুড়ে সমালোচিত। এর ওপর এই মুসলিম অধ্যুষিত দেশটিতে একটি টিভি চ্যানেলের কমেডি শো’তে হিন্দুদের নিয়ে বিদ্রুপাত্মক পরিহাস এবার যেন সাম্প্রদায়িক ঘৃণার আগুনে ঘি ঢেলেছে।

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল নিও টিভিতে গত ৮ এপ্রিলে ‘সওয়া টীন’ নামে একটি রম্য অনুষ্ঠান প্রচারিত হয়। সেখানে সাজান আব্বাস নামে একজন কৌতুক অভিনেতা বিবেকের সওদাগর চরিত্রে অভিনয় করছিলেন। এই অভিনয়ের মাঝেই তিনি উচ্চারণ করলেন, ‘হিন্দু কুত্তা’।

আশ্চর্যের বিষয় হলো, স্টুডিওতে উপস্থিত দর্শকরাও এই ‘শব্দদ্বয়’ পছন্দ করলো। শুধু পছন্দই নয়, তারা এই কৌতুকটাকে উচ্চ হাসি ও করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলো।

স্বাভাবিকভাবেই একটি সম্প্রদায়কে কটাক্ষ করে অবমাননাকর এই ব্যাপারটা সমালোচিত হয়ে পড়ে। সংখ্যালঘুদের সম্মান ও অধিকারের ওপর আঘাতের অভিযোগে ব্যাপারটা এখন পাকিস্তানের স্টেট অব অ্যাফেয়ার্স পর্যন্ত পৌঁছেছে।-এইবেলা
১৯এপ্রিল২০১৬/এমটিনিউজ২৪.কম/এএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে