মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ০৭:০০:৩৭

মোদীর নামে ওয়ান্টেড পোস্টার! কেন?

 মোদীর নামে ওয়ান্টেড পোস্টার!  কেন?

আন্তর্জাতিক ডেস্ক : মোদীর স্কুল বা কলেজ জীবনের কোনও বন্ধু এখনও রাজাশেখরের সঙ্গে যোগাযোগ করেছেন কি না তা জানা যায়নি। রাজাশেখরের আশা, দিল্লি বিশ্ববিদ্যালয় মোদীর শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে পারেনি ঠিকই, তবে মোদীর বন্ধুরা তা অনায়সেই দিতে পারবে।

মোদীর বন্ধুদের স্কুল বা কলেজ জীবনের বন্ধুদের চেনেন? তাহলে, অতিসত্বর যোগায়োগ করুন। কারণ মোদীর স্কুল ও কলেজ জীবনের বন্ধুদের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন একদল মানুষ। আর এর জন্য নরেন্দ্র মোদীর ছবি দিয়ে ওয়ান্টেড পোস্টারে ছেয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া। কিন্তু, হঠাৎ এমন খোঁজের কি দরকার পড়ল?

আসলে নরেন্দ্র মোদীর স্নাতক ডিগ্রির তথ্য পেতে দিল্লি বিশ্ববিদ্যালয়ে একটি আরটিআই হয়। যদিও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই আরিটিআই আবেদনে কোনও তথ্য দেয়নি।কারণ, তাঁদের বক্তব্য, যে বছর মোদী স্নাতক হয়েছিলেন, সেই বছরের তাঁর স্নাতক স্তরের রোল নম্বর দিতে হবে। কিন্তু, আরটিআই-এর আবেদনকারী পারেননি তা দিতে।

তাই, এস রাজাশেখর নামে ওই ব্যক্তি টুইটারে মোদীর ছবি দিয়ে একটি ওয়ান্টেড পোস্টার পোস্ট করেছেন। যাতে লেখা রয়েছে, পোস্টারে থাকা ব্যক্তির স্কুল ও কলেজ জীবনের বন্ধুদের খোঁজ চাই।

আর এই অদ্ভুত দর্শনের ওয়ান্টেড পোস্টার এখন ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একাধিক ইউজার এই পোস্টার তাঁদের অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এমনকী, ফেসবুকেও ছেয়ে গিয়েছে এই পোস্টার। মোদীর স্কুল বা কলেজ জীবনের কোনও বন্ধু এখনও রাজাশেখরের সঙ্গে যোগাযোগ করেছেন কি না তা জানা যায়নি। রাজাশেখরের আশা, দিল্লি বিশ্ববিদ্যালয় মোদীর শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে পারেনি ঠিকই, তবে মোদীর বন্ধুদের পেলে প্রধানমন্ত্রীর শিক্ষা নিয়ে প্রচুর তথ্য মিলবে।-এবেলা

১৯এপ্রিল২০১৬/এমটিনিউজ২৪.কম/এএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে