আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠি। আজ মঙ্গলবার এ বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় অসংখ্য মানুষ হতাহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণি এ কথা জানিয়েছেন। তবে এর পরিমাণ কত? তা নির্দিষ্ট করে এখনও কোন সূত্র জানাতে পারেনি।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী বলেছেন, এক আত্মঘাতী হামলাকারী গাড়ির ভেতর বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে দাবী করা হয়েছে, এ হামলার দায় স্বীকার করেছে তালেবান।
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন