মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ০২:১১:১৯

নৌকাডুবিতে মৃতের সংখ্যা রেড়ে ৫০০

নৌকাডুবিতে মৃতের সংখ্যা রেড়ে ৫০০

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে শরণার্থিদের নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়লো ৫০০। ওই ঘটনায় ৪১ জন বেঁচে উপকূলে ফিরতে সক্ষম হয়েছেন। তবে কীভাবে তারা উপকূলে ফিরলেন সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানোর পথে মিশরীয় উপকূলে শরণার্থীদের একটি নৌকা থেকে অন্য নৌকায় সরিয়ে নেয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ৫ শতাধিক শরণার্থী প্রাণ হারিয়েছে বলে বেঁচে যাওয়া শরণার্থীরা জানিয়েছে।

তবে এ বিষয়ে জাতিসংঘ উদ্বাস্তু সংস্থা নিশ্চিত করে জানতে পারে নি যে মৃতের সংখ্যা কত? ইতালির প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী এই দুর্ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়েছেন বলে এবিসি সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

এদিকে বিবিসি জানিয়েছে, সোমবার মধ্যরাতে মিশর উপকূলে ওই দুর্ঘটনার পর গ্রিসের দক্ষিণাঞ্চলীয় শহর কালামাতা থেকে ৪১ জনকে উদ্ধার করা হয়েছে। বেঁচে যাওয়া যাত্রীরা ইথিওপিয়া, সোমালিয়া, সুদান ও মিশরের বাসিন্দা। তারা ভূমধ্যসাগর হয়ে ইটালিতে যাচ্ছিলেন। ডুবে যাওয়া নৌকার বেশির ভাগ যাত্রীই ছিলেন পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশের বাসিন্দা।

বেঁচে যাওয়া শরণার্থীরা বিবিসি’কে জানিয়েছে, ইটালি যাবার জন্যে তারা কমপক্ষে ২৪০ জন মিলে লিবিয়ার বন্দর শহর তবরুক থেকে যাত্রা শুরু করেছিল। ভূমধ্যসাগরে এসে তাদের আরেকটি বড় নৌযানে সরিয়ে নেয়ার চেষ্টা করা হয়। ওই নৌকাটিতে আগে থেকেই ৩শয়ের বেশি যাত্রী বোঝাই ছিল। তাদের স্থানন্তরিত করার সময়ই দূর্ঘটনাটি ঘটে।
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে