মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ০৩:৫৬:৪৬

জিহাদের সঠিক ব্যাখ্যা দিয়ে জঙ্গিদের মুখোশ খুলে দিলেন ‘সুলতান’ এরদোগান

জিহাদের সঠিক ব্যাখ্যা দিয়ে জঙ্গিদের মুখোশ খুলে দিলেন ‘সুলতান’ এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সরিয়ার বিশাল এলাকা নিয়ন্ত্রণকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদাসহ সন্ত্রাসী সংগঠনগুলোর ব্যাপক সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। সেইসঙ্গে ইসলামের পবিত্র জিহাদের নাম ব্যবহার করে তারা যে প্রপাগাণ্ডা চালাচ্ছে, তার মুখোশ খুলে দিয়েছেন মুসলিম বিশ্বের এই সুলতান।

তিনি বলেন, ‘ইসলামের চরম শত্রুরা ইসলামের যতটা না ক্ষতি করছে ইসলামের নাম ভাঙিয়ে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো তার চেয়েও বেশি ক্ষতি করছে। আইএস, বোকো হারাম ও আল কায়েদার সন্ত্রাসীরা মানুষের উপর যে উৎপীড়ন ও নির্যাতন চালাচ্ছে তার দায় বর্তাচ্ছে মুসলিমদের উপর।’

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গত রবিবার ইস্তাম্বুলের সিনান আরদেম স্পোর্টস সেন্টারে তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘পবিত্র জন্মসপ্তাহ’ অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

বক্তৃতাকালে তিনি ইসলামের সকল অনুসারীদের এক হওয়ার এবং একে অপরের সহযোগিতা করার আহ্বান জানিয়ে আরো বলেন, ‘বর্ধিষ্ণু সন্ত্রাসবাদ ও বিভাজনের মাঝেও মুসলিমরা তাদের আত্মমর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ’।

বিশ্বের মুসলিমদের ইসলামের এক ছাদের তলে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিয়া বা সুন্নী বলে আমাদের কোনো ধর্মের কথা জানা নেই। আমাদের ধর্ম শুধুমাত্র একটি-যার নাম ইসলাম’।

বক্তৃতাকালে সন্ত্রাসী সংগঠনগুলোর ‘জিহাদ’ শব্দটির ব্যবহারকেও তুর্কি প্রেসিডেন্ট চ্যালেঞ্জ জানান এবং জোরের সাথে বলেন, ‘জিহাদ মানে কোনো সন্ত্রাসবাদ নয়। জিহাদ মানে কোনো সন্ত্রাসী গোষ্ঠী তৈরি নয়; মুসলিমদের উপর নির্যাতন ও নিরপরাধ মানুষকে হত্যা করা নয়।’

তিনি বলেন, আজ যদি আমাদের জিহাদ নিয়ে কথা বলতেই হয়, তাহলে বলব, বর্তমানে সবচেয়ে বড় জিহাদ হবে সেই অজ্ঞতা ও প্ররোচনার বিরুদ্ধে যা আইএস ও বোকো হারামে গড়ে উঠার জন্য জায়গা করে দেয়।

এ সময় ইসলামী দেশগুলোর সংগঠন ওআইসির সমালোচনা করে ওআইসির পুনর্গঠনেরও আহ্বান জানান তিনি। এরদোগান বলেন, মুসলিম জাতিগুলোর নিজেদের মধ্যকার সমস্যা নিরসনে সংগঠনটির তার বিশাল সম্ভাবনাকে কাজে লাগানো উচিত।
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে