আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উড়িষ্যায় প্রচণ্ড গরমে মারা গেছে ৪৫ জন। প্রদেশটির সোনেপুর এলাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। খবর এনডিটিভির।
স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, সোমবার বেশকিছু প্রদেশে প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খুড়দায় সানস্ট্রোকে ৪৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন উড়িষ্যার বিশেষ ত্রাণ কমিশনার প্রভাত রঞ্জন মোহপাতরা।
অবশ্য সানস্ট্রোকে মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে রাজ্য সরকার। প্রদেশের ১৬টি শহরেই তাপমাত্রা ছিল ৪০ ডিগ্র্রি সেলসিয়াস। বেশকিছু এলাকায় তাপমাত্রা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রদেশটির উত্তরাংশে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক ছিল। তবে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল সোনেপুরে। সেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া সুন্দরগড়ের তাপমাত্রা ৪৫ ডিগ্রি, ভাওয়ানিপাটনায় ৪৪ দশমিক ৪ এবং তিতলাগড়ের তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম