আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সঙ্গে বিদ্যমান সহযোগিতা আরো বাড়াবে বলে ঘোষণা করেছে ইরান। সিরিয়ায় সফলভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে স্বাগত জানিয়ে ইরানের সংসদ মজলিশে শুরার স্পিকার ড. আলী লারিজানি এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দামেস্কের সঙ্গে বিদ্যমান ঘনিষ্ঠ এবং নিবিড় সহযোগিতাকে আরো সম্প্রসারিত করবে তেহরান।
মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে সিরিয়ার সরকার এবং জনগণের সঙ্গে ইরানের সম্পর্ককে আরো নিবিড় করা হবে বলে উল্লেখ করেন লারিজানি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পাঠানো শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন তিনি।
লারিজানি বলেন, নির্বাচনে ব্যাপক অংশ গ্রহণের মধ্যদিয়ে প্রেসিডেন্ট আসাদের প্রতি সিরিয়ার জনগণের দৃঢ় সমর্থন প্রকাশ পেয়েছে। নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ ঠেকাতে ব্যর্থ চেষ্টা করেছে সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলো। তিনি বলেন, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক এবং নিরাপত্তা সংক্রান্ত চাপ সত্ত্বেও জনগণ ব্যাপকভাবে সিরিয়ার নির্বাচনে অংশ নিয়েছে।
লারিজানি আরো বলেন, আসাদকে সিরিয়ার জনগণ প্রতিরোধ এবং স্বাধীনতার প্রতীক হিসেবে গণ্য করে। সন্ত্রাসী ও উগ্রবাদী গোষ্ঠীগুলো শিগগিরই চূড়ান্তভাবে পরাজিত হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন লারিজানি।
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই