মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ১০:১৪:৪১

‘মার্কিন রণতরির জন্য বড় হুমকি হয়ে উঠছে রাশিয়ান সাবমেরিন’

‘মার্কিন রণতরির জন্য বড় হুমকি হয়ে উঠছে রাশিয়ান সাবমেরিন’

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বিমানবাহীর জাহাজগুলির জন্য প্রত্যেকদিন হুমকির কারণ হয়ে উঠছে রাশিয়ান সাবমেরিনগুলি। পাশাপাশি রুশ সাবমেরিনগুলির তৎপরতার ওপর নজর রাখার কাজে ক্রমশ কোনঠাসা হচ্ছে আমেরিকা। এমনটাই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ইউরোপে নিযুক্ত মার্কিন নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল মার্ক ফার্গুসন।

তিনি জানিয়েছেন, সাগরে রুশ যেসব সাবমেরিন দেখা যাচ্ছে সেগুলো আগের তুলনায় অনেক বেশি নজরদারি এড়িয়ে চলতে পারছে। এমনকি মার্কিন নৌবাহিনী রুশ সাবমেরিনগুলোর তৎপরতার বিষয়ে আর পুরোপুরি অবহিত হতে পারছে না বলেও দাবি তার। এছাড়া, দূরপাল্লার হামলা চালানোর ক্ষমতা বাড়ার পাশাপাশি রুশ সাবমেরিনের অভিযান চালানোর ক্ষমতাও বেড়েছে বলে জানিয়েছেন নৌ কমান্ডার। ঠান্ডা যুদ্ধের পর একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী এবং আক্রমণের কাজে ব্যবহৃত এত বেশি সংখ্যক রুশ সাবমেরিন আর দেখা যায় নি বলেও উল্লেখ করেন অ্যাডমিরাল ফার্গুসন।

অন্যদিকে, বর্তমানে আমেরিকার ৫৩টি সাবমেরিন সাগরে মোতায়েন রয়েছে। এই সংখ্যা ২০২০ সালের মধ্যে ৪১-এ নেমে আসবে। অ্যাডমিরাল ফার্গুসন বলেন, মার্কিন বাজেট ঘাটতির কারণে এ সংখ্যা কমানো হতে পারে।
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে