বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৫:৪৭:০৯

বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুদের নাগরিকত্ব দেবে ভারত

বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুদের নাগরিকত্ব দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুদের ভারতে নাগরিকত্ব দেবে দেশটির সরকার। ভারতে বাড়ি কিনে বসবাস, প্যানকার্ড, ভোটার পরিচয়পত্র পাওয়াসহ যাবতীয় নাগরিক সুবিধা পাবে তারা। সোমবার ভারতের কেন্দ্রীয় সরকার এ ঘোষণা দিয়েছে। মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর দিয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এর আগে পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে যেসব হিন্দু পরিবার ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরে থাকতে বাধ্য হয়েছে, তাদের সব ধরনের নাগরিক সুবিধা দেয়া হবে। একই রকমভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুদের ক্ষেত্রেও একই চিন্তাভাবনা চলছে।

গত বছরের সেপ্টেম্বরে ভারত সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত যেসব হিন্দু পরিবার পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে এসেছে, তাদের অনুপ্রবেশকারী হিসেবে সরকার গণ্য করবে না। এমনকি তাদের ভারতে থাকার জন্য কোনো ভিসার প্রয়োজন নেই।

সে সিদ্ধান্তকে একধাপ এগিয়ে সোমবার ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান থেকে ভারতে আসা উদ্বাস্তু হিন্দুদের সব রকম নাগরিক সুবিধা এবং ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে। শরণার্থী হিন্দুরা ঠিক কবে থেকে যাবতীয় সুযোগ-সুবিধা পাবে, সে বিষয়ে কিছু জানায়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রিসভার  বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে। -যুগান্তর

২০ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে