আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন রাষ্ট্রদূতের গাড়ির ধাক্কায় ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনাটি ঘটে ক্যামেরুনে। এ ঘটনায় নিহত শিশুটির মায়ের কাছে অনাকাঙ্খিত এ ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত।
জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত সামান্থা ক্যামেরুনের একটি শরণার্থী শিবিরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ৭ বছরের একটি শিশু রাস্তা পার হতে গিয়ে ধাক্বা খায় তার গাড়ি বহরে।
ক্যামেরুনে নিজের গাড়ির ধাক্কায় সাত বছরের এক বালক নিহত হওয়ার পর তার মায়ের কাছে দুঃখ প্রকাশ করছেন মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার। এরপরই গাড়িবহরের সঙ্গে থাকা অ্যাম্বুলেন্সে করে ছেলেটিকে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
দুর্ঘটনার পর ওই বালকের বাবা ও মায়ের সঙ্গে সাক্ষাৎ করে ‘সান্ত্বনা’ দেন মার্কিন রাষ্ট্রদূত। এতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো ক্ষতিপূরণ দেয়া হবে কিনা সে ব্যাপারে কিছু জানাননি কর্মকর্তারা।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন