আন্তর্জাতিক ডেস্ক : নিয়মবর্হিভূতভাবে এয়ারহোস্টেসকে নিয়ে ককপিটে বসিয়ে দরজা বন্ধ করায় চাকরি গেল স্পাইসজেটের এক পাইলটের। কো-পাইলটকে বাইরে পাঠিয়ে ককপিটে বসান ওই বিমানচালক।
গত ২৮ ফেব্রুয়ারি কলকাতা থেকে ব্যাঙ্ককগামী বিমানে এ ঘটনা ঘটে। সেদিন রাতে ফিরতি বিমানেও তিনি একই কাণ্ড করেন বলে অভিযোগ। বিমানের নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় শাস্তির মুখে পড়তে হয় অভিযুক্ত পাইলটকে।
সেদিন বিমানের প্রধান এয়ারহোস্টেসের উদ্দেশ্যে আপত্তিজনক ভাষা ব্যবহার করেছিলেন ওই বিমানচালক। প্রধান এয়ারহোস্টেস এয়ারলাইন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ জানান।
তার অভিযোগে বিভাগীয় তদন্ত করতে গিয়েই বিমানের সুরক্ষাবিধি ভঙ্গের বিষয়টি সামনে আসে। এ ঘটনা কানে যেতেই দোষী পাইলটকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন স্পাইসজেট চেয়ারম্যান অজয় সিং।
তবে এতেই শেষ নয়, ওই পাইলটের জন্য আরো শাস্তির খাঁড়া অপেক্ষা করে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ।
তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে পাইলটের লাইসেন্স ক্যানসেল করা হতে পারে। ভবিষ্যতে অন্য কোনো এয়ারলাইন্সের বিমানই চালাতে পারবেন না তিনি।
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম