আন্তর্জাতিক ডেস্ক : তারকার সন্তানরা তারকা হবে এটাই নিয়ম। এক কথায় বলা চলে জন্মের আগে থেকেই রীতিমতো তারকা খ্যাতি পেয়ে গিয়েছেন প্রিন্স জর্জ। পরিবারের বড়দের মতো তাকে নিয়েও গণমাধ্যমের আগ্রহের কোনো কমতি ছিল না, পৃথিবীতে আসছেন ব্রিটিশ রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। আর এ কারণে জন্মের আগেই গনমাধ্যমগুলোর পাশাপাশি উইকিপেডিয়াতেও স্থান করে নিয়েছিল রাজপরিবারের ছোট্ট এই সদস্য।
এবার আরো একটি কারণে ‘সেলিব্রিটি’ বনে গেলেন ছোট্ট এই রাজা। কারণ স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এসেছেন কেনসিংটন প্যালেসে দুই বছরের জর্জের সাথে দেখা করতে। বারাক ওবামা যেই সময়টায় এসেছিলেন ঠিক সময়টি ছিল জর্জের ঘুমের সময়। ঘুমানোর জন্য গাউন আর স্লিপার পরে প্রস্তুতী নিচ্ছিলেন জর্জ। তবে ওবামার কারণে নিয়মিত সময়ে ঘুমাতে যাওয়া হলো না। তাকে শুভেচ্ছা জানাতে এসেছেন ওবামা। সেই সাথে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও।
জর্জের জন্মের পর অবশ্য একটি খেলনা ঘোড়াও উপহার দিয়েছিলেন ওবামা। আর এবার সাক্ষাতের সময় জর্জের সাথে করমর্দন করেছেন ওবামা। তাদের সাক্ষাতের সেই ছবি গণমাধ্যমে ভাইরালের মতো ছড়িয়ে পড়ার পর আবারো তারকা বনে গেলেন প্রিন্স জর্জ। মার্কিন প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সময় নিজের খেলনা ঘোড়াটি নিয়ে কিছু সময় খেলার পর ঘুমাতে চলে যায় সে। জন্মের পর এই খেলনা ওই ঘোড়াটিই জর্জকে উপহার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
২০১৩ সালের ২২ জুলাই ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটনের ঘরে আলোকরে জন্ম নেন প্রিন্স জর্জ। তাকে উপাধি দেয়া হয় ‘দ্য প্রিন্স জর্জ অব ক্যামব্রিজ’। তবে ব্রিটিশ রাজ পরিবারের এই প্রথম ব্যক্তি প্রিন্স জর্জ, যিনি কিনা জন্মের পূর্বেই উইকিপিডিয়ায় স্থান নিজের স্থানটি দখল করে নিয়েছেন।
উল্লেখ্য, যুক্তরাজ্য ইইউরোপীয় ইউনিয়নে থাকবে কি না- এ বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার ব্রিটেনে পৌঁছেন বারাক ওবামা। সেখানে পৌঁছে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের সাথে দেখা করেন তিনি। তবে ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে সামনের জুন মাসে ওই গণভোট হওয়ার কথা রয়েছে।
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই