আন্তর্জাতিক ডেস্ক : যৌতুক দাবি করে শুধু বাংলাদেশেই নয় ভারতেও প্রবলভাবে আছে। স্বাভাবিকভাবে মেনেও নেয় অনেক অভিভাবক। মেয়ে কালো হলে সমস্যাটা আরো বেশি। এক দুঃসাহসী মেয়ে ভারতের ঝাড়খণ্ডের জ্যোতি চৌধুরী।
ওই তরুণীর পরিবারের কাছে কালো বলে বরপক্ষের পরিবার মোটা অংকের যৌতুক দাবি করেছিল। সেই তরুণী ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছেন, ওই পাত্রকে তিনি বিয়ে করবেন না।
তার সাহসিকতার প্রশংসা করে ওই পোস্টে ‘লাইক’ পড়েছে ২০ হাজার।
‘ব্ল্যাক ইজ বিউটিফুল’ শিরোনামের ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমার গায়ের রঙের জন্য টাকা দিতে আমি রাজি নই।’
জ্যোতি চৌধুরী পেশায় ইঞ্জিনিয়ার। জন্ম জামশেদপুর।
জ্যোতি তার ব্লগে লিখেছেন, প্রায় ঠিক হয়ে যাওয়া বিয়ের আগে হবু শ্বশুরবাড়ি থেকে তার কালো গায়ের রংয়ের জন্য বাড়তি পণ চাওয়া হয়েছিল। পছন্দও করেছিল পাত্রপক্ষ। বাবা-মা বারবারই পাত্রপক্ষকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে, তাদের মেয়ের গায়ের রঙ শ্যামলা। সেটা জেনেও বিয়েতে রাজি হয়েছিল পাত্রপক্ষ। তবে হঠাৎই পাত্রের বাবা একদিন ফোন করে বরযাত্রীদের খরচের টাকা চেয়ে বসেন।
তখন হবু বরকে ফোন করেন জ্যোতি, সে বাবা-মা’র সিদ্ধান্তে মাথা না ঘামানোর কথা বলে। তখনই জ্যোতি হবু বরকে ইংরেজিতে গালাগালি দিয়ে চূড়ান্ত হয়ে যাওয়া বিয়েটা নিজেই ভেঙে দেন।
জ্যোতির বিয়ে ভেঙে দেয়ার সাহসিকতার খবর শুক্রবার স্থানীয় একটি পত্রিকার প্রথম পাতায় প্রকাশ হওয়ার পর তার আত্মীয়-স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদের ভয়, তাকে তো আর কেউ বিয়ে করবে না!
৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম