শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ১১:৫০:৪৬

১৩ বছর পর মা-বাবাকে বিয়ে দিল মেয়ে!

১৩ বছর পর মা-বাবাকে বিয়ে দিল মেয়ে!

আন্তর্জাতিক ডেস্ক : এবার ভাঙা সংসারও জোড়া দিলেন নীতীশ কুমার! তারই জন্য বাবা ও মায়ের বহু দিন আগে ভেঙে যাওয়া সংসার জোড়া লাগালেন মেয়ে।  ফের বিয়েও দিল বাবা ও মায়ের!

খুব পানীয় পান করতেনবিহারের সাসারাম জেলার মহুরিগঞ্জের বাসিন্দা জয় গোবিন্দ সিংহ।  মারধরও করতেন তার স্ত্রীকে।  তাই মেয়েকে সঙ্গে নিয়ে স্বামীকে ছেড়ে চলে গিয়েছিলেন বিজয়ন্তী সিংহ। ১৩ বছর আগেকার ঘটনা।

এরপর বহুবার পানীয় পান একেবারেই ছেড়ে দেয়ার চেষ্টা করেছিলেন জয় গোবিন্দ সিংহ।  কিন্তু পারেননি।  চেষ্টা করেছিলেন স্ত্রীকে ফিরিয়ে আনার।  স্ত্রীও ফিরে আসেননি।

সমস্যা মেটালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।  গোটা বিহারে পানীয় পান, বিক্রি ও বানানো বন্ধ করে দেয়ার ফতোয়া জারির পর ইচ্ছে থাকলেও আর পান করতে পারেন না জয় গোবিন্দ।  

এটাই তার শাপে বর হয়ে গেল! ১৩ বছর পর তার ঘরে ফিরে এলেন বহুদিন আগে ছেড়ে যাওয়া তার স্ত্রী।  তাদের দু’জনের হাতে হাত মিলিয়ে দিলেন তাদেরই মেয়ে।

নীতীশ কুমারের ফতোয়া জারির পর তার ভাঙা সংসার জোড়া লাগানোর জন্য কী করেছিলেন জয় গোবিন্দ?

তার স্বীকারোক্তি, ‘আমি নিজে গিয়ে স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছিলাম। ওকে কথা দিয়েছিলাম, আর কখনো আমি পানীয় ছোঁব না।  বাকি কাজটা করে দিল মেয়ে।  আমাদের চার হাত এক করে দিল সে'।
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে