আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আর তৃণমূল কংগ্রেসের আতাঁত চলছে, সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এ দিন আলিমুদ্দিন স্ট্রিটের এক সাংবাদিক বৈঠকে সীতারাম ইয়েচুরি ভারতের প্রধানমন্ত্রীকে তোপ লাগান।
তিনি বলেন, মোদিজি ভোটের দিনগুলোতেও এ রাজ্যে জনসভা করছেন। অতীতে কেউ এমনটা শোনেনি। তার প্রশ্ন, এতে তৃণমূল কংগ্রেস আপত্তি করছে না কেন? ইয়েচুরির মতে, তৃণমূল ভাবছে সরকারের বিরুদ্ধে যে হাওয়া তৈরি হয়েছে সেই ভোট যেন পুরোটা জোটে না গিয়ে বিজেপি-তেও থাকে। এতে যে আখেরে তৃণমূলেরই সুবিধা। পাশাপাশি নারদ-কাণ্ডেও সুর চড়িয়ে তার প্রশ্ন, কেন এখনও রাজ্যসভায় এথিক্স কমিটি গঠন হল না! আসলে ‘মোদি আর দিদির (মমতা ব্যানার্জী) মধ্যে ম্যাচ ফিক্সিং চলছে’ বলে মনে করেন ইয়েচুরি।
গত দু’দিনে চার জন সিপিএম কর্মী খুন হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যে। শাসক দলের ভোট লুঠ রুখতে গিয়ে তারা শহিদ হয়েছেন, বলেন ইয়েচুরি। একই সঙ্গে তার ডাক, যদি আবার শাসক দল ভোট লুঠের চেষ্টা করে তাহলে রাস্তায় নেমে তা প্রতিহত করতে হবে। তিনি নিশ্চিত, জণগণ ভোট দিয়ে এর প্রতিবাদ জানাবেই।
২৪ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস