রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ০৫:২৮:০০

ইংল্যান্ড থেকে গাড়ি চালিয়ে পূর্বপুরুষের দেশে!‌

ইংল্যান্ড থেকে গাড়ি চালিয়ে পূর্বপুরুষের দেশে!‌

আন্তর্জাতিক ডেস্ক : ২৮টি দেশ, ৩১ হাজার কিলোমিটার রাস্তা, পাহাড়-‌পর্বত-‌মরুভূমি.‌.‌.‌ সব পেরিয়ে মেয়ে ফিরবে তার পূর্বপুরুষের দেশ, ভারতে। না, আর পাঁচজনের মতো বিমানে চড়ে আকাশপথে নয়। ভারুলতা আসবেন নিজে গাড়ি চালিয়ে।‌ তাও মাত্র ৭৫ দিনে!‌ বয়স ৪০ পেরিয়েছে। কিন্তু তাতে কী?‌

৫৫০০ কিলোমিটার পাহাড়ি রাস্তা, ২৫০০ কিলোমিটার মরুভূমি সহ এই ৩১০০০ কিলোমিটার তিনি ৭৫ দিনে পার করেই ছাড়বেন। আর তার সঙ্গেই নাম তুলবেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। নতুন রেকর্ড গড়ার পাশাপাশি একটি রেকর্ড ভাঙার লক্ষ্যেও এগোচ্ছেন তিনি। গাড়ি চালিয়ে উত্তর মেরুবৃত্তের ৭০৮ কিলোমিটার উত্তরে পৌঁছবেন তিনি। সেখানে বরফের ওপর গাঁথবেন ভারতের তেরঙ্গা। এর আগে গাড়ি চালিয়ে ভিক্টর ব্রুস এবং তার স্বামী মেরুবৃত্তের ৪০০ কিলোমিটার উত্তর পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন।

গত ৮৯ বছরে তাদের রেকর্ড কেউ ভাঙতে পারেনি। ভারুলতা শুধু সেই রেকর্ডই ভাঙবেন না, ৭০৮ কিলোমিটার পেরিয়ে তিনি পৌঁছে যাবেন স্থলপথের শেষ প্রান্তে। ফলে এই রেকর্ড গড়তে পারলে তার রেকর্ড ভাঙার আর সুযোগ থাকবে না। এরপর বাকি পথ পেরিয়ে ইম্ফল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন তিনি।

দিল্লি, গুজরাট, রাজস্থান এবং অন্যান্য রাজ্য পেরিয়ে মহারাষ্ট্রের মেহাদে থামবে তার গাড়ি। তবে এই দুঃসাহসিক অভিযানকে শুধু রেকর্ড ভাঙা-‌গড়ার খতিয়ান দিয়ে দেখলে ভুল হবে। কারণ এই অভিযানের মাধ্যমে তিনি একটি তহবিল গড়বেন। যার পুরোটাই দান করবেন ভারতের গ্রামাঞ্চলে গরিবদের চিকিৎসায়।

এছাড়া, ‌কন্যা সন্তান‌ এবং নারী উন্নয়নেও অর্থসাহায্য করবেন আলাদা করে। ইংল্যান্ডের লুটনের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত ভারুলতা কাম্বলি বর্তমানে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার যৌথ নাগরিক। কিন্তু দাদু-‌দিদার দেশ ভারত তাকে সবসময়ই আকর্ষণ করত। গাড়ি চালানো নেশা তার। গাড়ি চালিয়ে প্রায় অর্ধেক দুনিয়া ঘোরা হয়ে গিয়েছে।‌ -আজকাল

২৪ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে