আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় পাঁচ বছরের গৃহযুদ্ধে এ পর্যন্ত ৪ লাখ মানুষ নিহত হয়েছে। সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টেফেন ডি মিসতুরা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
স্টেফেন এ সম্পর্কে বলেন, নিহতের এই সংখ্যা তার ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে তিনি জেনেছেন। তবে এটা জাতিসংঘের কোনো প্রাতিষ্ঠানিক পরিসংখ্যান নয়।
তিনি বলেন, আমরা দু’বছর আগেই জেনেছি যুদ্ধে আড়াই লাখ মানুষ নিহত হয়েছে। অর্থাৎ ওই হিসাবটা ছিল দু’বছর আগের পরিসংখ্যান। জাতিসংঘ আর নতুন করে নিহতের সংখ্যা জানায় নি।
২৪ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/ইব/পিন্স