রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ০৫:২৮:৫২

লাড্ডু খেয়ে মারা গেল ১৪, ২০ জনের অবস্থা আশঙ্কাজনক

লাড্ডু খেয়ে মারা গেল ১৪,  ২০ জনের অবস্থা আশঙ্কাজনক

আন্তর্জাতিক ডেস্ক : বিষ লাড্ডু খেয়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের লায়া শহরে মৃত্যু হল ১৪ জনের। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার ছয়জনের মৃত্যু হয়েছিল এই বিষ লাড্ডু খেয়ে। আজ মৃতের সংখ্যা বেড়ে হয় ১৪ জন।

পুলিশ জানিয়েছে যে, বুধবার দিন ৩৪ জন ব্যক্তিকে লায়ার দুটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাদের মধ্যে ২০ জনের অবস্থার আরো অবনতি দেকা যায়। ওই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পাঠানো হয় তাদের। বাকি চিকিৎসাধীন রোগীদের অবস্থাও আশঙ্কাজনক বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট অফিসার আমির আবদুল্লাহ জানিয়েছেন যে, যে নির্দিষ্ট দোকান থেকে এই মিষ্টিগুলো কেনা হয়েছিল প্রশাসন তা ইতোমধ্যেই বন্ধ করে দিয়েছে৷ এবং, বাদবাকি মিষ্টি লাহোরে পরীক্ষা করানোর জন্য পাঠানো হয়েছে। পুলিশ ওই দোকানের মালিক খালিদ মেহমুদ ও তারিক মেহমুদকে গ্রেফতার করেছে বলেও জানা গিয়েছে৷
২৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে