রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ০৮:৪৪:৪৪

এবার আমেরিকাকে কড়া শর্ত দিলেন ক্ষ্যাপা কিম

এবার আমেরিকাকে কড়া শর্ত দিলেন ক্ষ্যাপা কিম

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার বার্ষিক সামরিক মহড়া বন্ধ করা হলেই কেবল পিয়ংইয়ং পরমাণু পরীক্ষা বন্ধ করবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু ইয়ং নিউ ইয়র্কে বার্তা সংস্থা এপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

তিনি বলেন, “এটি সত্যিই মার্কিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে তাদের শত্রুতার নীতি প্রত্যাহার করতে হবে এবং এর বহিঃপ্রকাশ হিসেবে কোরিয় উপদ্বীপে সামরিক ও যুদ্ধমহড়া বন্ধ করতে হবে।”

রি সু আরো বলেন, “যদি এসব মহড়া কিছু সময়ের জন্য বা কয়েক বছরের জন্য বন্ধ হয় তাহলে আমেরিকা ও উত্তর কোরিয়ার জন্য এমনকি সারা বিশ্বের জন্য নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।”

গত মাসে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে যাতে ১৭,০০০ মার্কিন ও তিন লাখ দক্ষিণ কোরিয়ার সেনা অংশ নিচ্ছে। এছাড়া, যুদ্ধজাহাজ, জঙ্গিবিমান ও তাজা গুলির ব্যবহার করা হচ্ছে এসব মহড়ায়।

সাক্ষাৎকারে রি সু তার দেশের পরমাণু অধিকারের কথা জোর দিয়ে তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে পিয়ংইয়ং নতজানু হয়ে এ কর্মসূচি বাদ দেবে না।

তিনি আরো বলেন, “যদি তারা মনে করে থাকে যে, নিষেধাজ্ঞা দিয়ে আমাদেরকে কাবু করতে পারবে তাহলে তারা ভুল করছে। কারণ কেউ কোনো কিছুর ওপর চাপ সৃষ্টি করলে তার বিপরীত প্রতিক্রিয়া হতে বাধ্য। এ বিষয়টি সম্পর্কে মার্কিন নীতি নির্ধারকদের সচেতন হওয়া উচিত।”
২৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে