রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ০৯:১৫:৩২

অবাক কাণ্ড, বিয়েতে ১০ হাজার গাছ উপহার চাইলেন কনে!

অবাক কাণ্ড, বিয়েতে ১০ হাজার গাছ উপহার চাইলেন কনে!

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় অর্ধেক দেশই খরার কবলে। পানিরকষ্টে রয়েছে প্রতি ৪ জনের মধ্যে ১ জন মানুষ। সার্বিক ভাবে এই পরিস্থিতি নিয়ে যুব সমাজের কতটা অবহেলা রয়েছে তা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। তা করতেই পারেন। তবে তারাও যে ভাবেন তা প্রমাণ করলেন মধ্যপ্রদেশের ভিন্ড জেলার প্রিয়াঙ্কা ভাদোরিয়া। বিয়েতে কী উপহার চাই জানতে চেয়েছিলেন তার শ্বশুরবাড়ির আত্মীয়রা। তাতে প্রিয়াঙ্কা জানায়, ১০ হাজার গাছ লাগাতে হবে।

গত শুক্রবার ২২ এপ্রিল আর্থ ডে হিসাবে পালিত হয়েছে। সে দিনই বিয়ে ঠিক হয় ২২ বছরের প্রিয়াঙ্কার। আর পরিবেশ সচেতন মানুষ হিসাবে বিশ্বকে কিছু ফিরিয়ে দিতেই প্রিয়াঙ্কা এমন উপহার চাইলেন যাতে গোটা দেশ উপকৃত হয়।

গোয়ালিয়র-চম্বল অঞ্চলে এটা এখটা রীতি। বিয়ের আগে পাত্রীর কাছে জানতে চাওয়া হয়, তার কোন উপহার চাই। সাধারণত এটা জিজ্ঞাসা করেন পাত্র নিজেই। সে দিনও এ কথাই জানতে চান পাত্র রবি চৌহান। তাতে প্রিয়াঙ্কা জানান তার মনের ইচ্ছা। সাধারণ এ বয়সের মেয়েরা বিয়ের উপহার হিসাবে যে সব জিনিস চেয়ে থাকেন, তিনি তার ধারকাছ দিয়েও গেলেন না। প্রিয়াঙ্কার কথা শুনে শুধু শ্বশুরবাড়ির লোকজনই নয়, তার নিজের পরিবারও যথেষ্ট বিস্মিত!

তবে এতে দুই পরিবারই যথেষ্ট খুশি হয়েছে। প্রিয়াঙ্কা বলেন, '১০ বছর বয়স থেকে গাছ লাগানো শুরু করি। এখন তো এটা নেশার মতো হয়ে গিয়েছে। পরিবেশের ওপর যথেষ্ট অত্যাচার হচ্ছে প্রতিনিয়ত। আমরা নিজেরা যদি এ নিয়ে না ভাবি, তবে অদূর ভবিষ্যতে এর জন্য সকলকে ভুগতে হবে। আর্থ ডে-তে যখন আমার বিয়ে ঠিক হল, তখনই ঠিক করি এটাই চাইব।'-টাইমস অফ ইন্ডিয়া
২৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে