রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ১১:১৪:৩৯

মাত্র ৩০ সেকেন্ডেই উড়ল ৩ কোটি রুপি, নাচলেন নারী এমপি!

মাত্র ৩০ সেকেন্ডেই উড়ল ৩ কোটি রুপি, নাচলেন নারী এমপি!

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ৩০ সেকেন্ডে প্রায় ৩ কোটি রুপির বৃষ্টি।  সঙ্গে বিজেপি নারী এমপির নাচ।  ভারতের গুজরাটের ভিরাবলে অনুষ্ঠিত একটি ধর্মীয় অনুষ্ঠানে এমন কাণ্ড।  

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি।  নরেন্দ্র মোদির রাজ্যে এ ঘটনা অস্বস্তি বাড়িয়েছে বিজেপির।

পুনমবেন মাদাম।  গুজরাটের জামনগরের এই সাংসদ ভিরাবলে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।  

একটি সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠান শেষে অন্যদের সঙ্গে নাচছেন পুনমবেন।  তাকে ঘিরে অনেকেই নাচছেন।  সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে ওড়ানো হচ্ছে টাকা।  ৩০ সেকেন্ডে প্রায় ৩ কোটি রুপি ওড়ানো হয়েছে বলে খবরে প্রকাশ।

বিষয়টি জানাজানি হতেই শুরু হয়ে যায় হইচই।  ছবি সমতে খবরটি টুইট করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।  এতে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল সমালোচনা।  
২৪ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে