আন্তর্জাতিক ডেস্ক : বরখাস্ত করা হলো সৌদি আরবের পানি ও বিদ্যুৎমন্ত্রী আবদুল্লাহ আল হোসেইনকে। পানির দাম বাড়ানো নিয়ে মতদ্বৈত্য সৃষ্টির কারণে সরে যেতে হলো তাকে।
কৃষিমন্ত্রী আবদুল রাহমান আল ফাদলিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওই মন্ত্রণালয়ও দেয়া হয়েছে। এ রাজকীয় ডিক্রিতে এ তথ্য জানানো হয়েছে।
অর্থনৈতিক সমস্যার কারণে সৌদি আরব এখন বিদ্যুৎ ও পানির ঘাটতি কমাতে চাচ্ছে, কিন্তু রাজনৈতিক স্পর্শকাতর বিবেচনায় সেটা বাস্তবায়ন খুবই কঠিন।
দেশটিতে বিদ্যুতের চাহিদা ১০ ভাগ করে বাড়ছে। তেল দিয়েই দেশটিতে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এ খাতে চাহিদা কম থাকলে তেল বিক্রি আরো বাড়ানো যেত।
রিয়াদ পরমাণু এবং নবায়নযোগ্য জ্বালানি প্লান্ট বসানোর পরিকল্পনা করছে। তবে তা এখনো প্রাথমিক পর্যায়ে। সূত্র : গালফ নিউজ
২৪ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম