সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ০৬:১২:২১

খুশি ডাউনলোড করা যায় না: পোপ

খুশি ডাউনলোড করা যায় না: পোপ

আন্তর্জাতিক ডেস্ক: ‘‌মোবাইল-‌মোহ কাটিয়ে জীবনের আসল আনন্দের স্বাদ নাও।’ নাবালক-‌নাবালিকাদের প্রতি এমনই বার্তা দিলেন পোপ ফ্রান্সিস। রবিবার রোমের সেন্ট পিটার’‌স স্কোয়্যারে তাঁর ধর্মোপদেশ শুনতে জড়ো হয় প্রায় এক লাখ জনতা। এর মধ্যে ছোটদের সংখ্যা নেহাত কম ছিল না। তাঁদের জন্য বিশেষ বার্তায় পোপ বলেন, আনন্দ দাম দিয়ে কেনা যায় না। খুশি কিংবা সুখ কোনও মোবাইল অ্যাপ থেকে ডাউনলোড করা যায় না। অ্যাপ আপডেট করে ভালবাসাও বাড়ানো যায় না। এর একদিন আগেই যুব সম্প্রদায়ের উদ্দেশে একটি ভিডিও মেসেজে পোপ বলেছিলেন, তিনি এমন জগতে থাকতে পছন্দ করবেন, যেখানে মোবাইল ফোন নেই। কারণ এই যন্ত্র মানুষকে ভালবাসা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। যা ঈশ্বরের থেকে দূরে চলে যাওয়ার সমান। যদিও এইদিন সভা শেষে পোপের সঙ্গে সেলফি তোলার হিড়িকে কিছু মাত্র প্রভাব পড়েনি উপদেশগুলির। ‌

২৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে