আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার বিখ্যাত সংগীত তারকা ও সুরকার পাপা ওয়েম্বা কনসার্ট চলাকালে মঞ্চে ঢলে পড়ে মারা গেছেন।
কঙ্গোর সবেচেয় জনপ্রিয় সংগীতশিল্পী পাপা ওয়েম্বা রোববার আইভরি কোস্টের রাজধানী আবিদজানে একটি কনসার্টে গান পরিবেশনের সময় হঠাৎ মঞ্চে ঢলে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
বিবিসি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।
আবিদজানের কনসার্টের ভিডিওতে দেখা যায়, স্টেজে একদল নৃত্যশিল্পীর পেছনে আকস্মিক পড়ে যান পাপা ওয়েম্বা। এরপর নৃত্যশিল্পীরা তাকে সাহায্যে এগিয়ে আসেন।
আফ্রিকান, কিউবান ও পশ্চিমা সংগীতের মিশেলে তিনি নতুন এক ধরনের সংগীতের প্রচলন করেন, যা পাপা ওয়েম্বার নিজস্ব স্টাইল হিসেবে খ্যাতি পায়। তার এ স্টাইল আফ্রিকায় ব্যাপক জনপ্রিয়।
শনিবার ভোরে পাপা ওয়েম্বা অসুস্থ হয়ে পড়েন। পরে সংগীত পরিবেশনের সময় মঞ্চে ঢলে পড়ে তার মৃত্যু হয়। কিন্তু কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি।
আফ্রিকার দেশ কঙ্গোয় ১৯৪৯ সালের ১৪ জুন জন্মগ্রহণ করেন পাপা ওয়েম্বা। তার প্রকৃত নাম জুলেস শুনগু ওয়েম্বাডিও পেনে কিকুম্বা। পাপা ওয়েম্বা নামে বিশ্বজুড়ে পরিচিত আফ্রিকার এ নন্দিত সংগীতবোদ্ধা।
<p justify;"="">