সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ০১:০৪:৩৭

বন্যায় ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, তলিয়ে যাচ্ছে জমির ফসল

বন্যায় ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, তলিয়ে যাচ্ছে জমির ফসল

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, বুড়হিদিহিং ও দেশাঙ্গ নাগলামুরাগা নদীর পানি শিবসাগর এ্লাকায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এ পর্যন্ত চারটি জেলার এক হাজার ১৮ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে।

তল্লাশি ও উদ্ধার কাজের জন্য চারাইদেও জেলায় সেনাবাহিনী, জাতীয় দুর্যোগ ত্রাণ বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ ত্রাণ বাহিনী (এসডিআরএফ) মোতায়েন করা হয়েছে।

এদিকে রোববার রাতে রাজধানী নয়াদিল্লি ও রাজ্যের শিলচরের মধ্যে যাতায়াতকারী ক্রান্তি এক্সপ্রেস ব্যাপক বৃষ্টিপাত ও ভূমিধসে লুমডিংয়ের কাছে লাইনচ্যুত হয়েছে।

ট্রেন লাইনচ্যুতিতে কেউ হতাহত হয়নি। সকালে লাইন পরিষ্কার করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওয়ানা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
২৫ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/ইব/প্রিন্স

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে