সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ০২:৪৯:০১

সেলফি তুলতে গিয়ে পাথরচাপা তরুণী

সেলফি তুলতে গিয়ে পাথরচাপা তরুণী

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের উত্তর উপকূলের স্যামসান প্রদেশের আতাকুম জেলায় সেলফি তুলতে গিয়ে দুই পাথরের মাঝখানে ফেঁসে যায় তুরস্কের এক তরুণী। সেখানে টানা দুই ঘন্টা আটকেও থাকতে হয় তাকে। পরে উদ্ধারকর্মীদের সহায়তায় মুক্তি মিলে।

ডেইলি মেইলের খবরে বলা হয়, সিভিলে কে নামে ওই তরুণী তার বান্ধবী মারিনাকে সঙ্গে নিয়ে আতাকুমের সূর্যাস্ত দেখতে গিয়েছিল। সেলফি তুলতে গেলে হাত থেকে পাথরের নিচে পড়ে যায় ফোনটি। সেটি তুলতে গিয়েই বিপদে পড়েন সিভিলে। পা পিছলে নিচে পড়ে যান তিনিও। পাথরের ফাঁকা জায়গার মাঝখানে এমনভাবে পড়েন যে আর বের হতে পারেন না।

উদ্ধারকর্মী আসার আগ পর্যন্ত এভাবেই পাথরে দুই ঘন্টা আটকে থাকতে হয় সিভিলেকে। অবশ্য সাধের মোবাইল ফোনটিকেও হারাতে হয় তার।

প্রাথমিকভাবে তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে বান্ধবী মারিনা পুলিশে ফোন দেয়। পুলিশ এসে তারাও উদ্ধারে ব্যর্থ হলে, দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।

দুই ঘন্টা চেষ্টার পর সন্ধ্যার কিছুক্ষণ আগে তারা সিভিলেকে উদ্ধারে সমর্থ্য হন।

২৫ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/ইব/প্রিন্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে