সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ০৭:০৮:০০

রানী এলিজাবেথের নির্দেশে কমানো হলো ওবামার নিরাপত্তা

রানী এলিজাবেথের নির্দেশে কমানো হলো ওবামার নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক : হতে পারে তিনি মার্কিন প্রেসিডেন্ট। তাই বলে রানীর আদেশ তো তাকে তো মানতেই হবে। রানী দ্বিতীয় এলিজাবেথের ৯০ বছরের জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনের উইন্ডসোর ক্যাসেলে সস্ত্রীক আসার কথা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। কিন্তু তার নিরাপত্তায় থাকা ছ’টি বিমানকে উইন্ডসোর ক্যাসেলের বাগানে অবতরণ করতে দেয়া যাবে না বলে জাননো হয়েছে ক্যাসেলের পক্ষ থেকে।

সূত্রের খবর, রানী, মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় থাকা ছ’টি বিমানকে ‘অতিরিক্ত’ আখ্যা দিয়েছেন এবং বলেছেন ক্যাসেলের মূল বাগানে ছ’টি বিমান অবতরণ করলে ৩০০ বছরের ঐতিহ্যবাহী ওই বাগানের ক্ষতি হতে পারে। কারণ হিসেবে এও বলা হয়েছে যে, ২০১১ সালে যখন ওবামা লন্ডন সফরে এসেছিলেন তখন তার নিরাপত্তায় থাকা বিমান অবতরণের ফলে ১৭ শতকের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত উইন্ডসোর ক্যাসেলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই বাগানের ঘাস নষ্ট হয়েছিল এবং কপ্টারের ইঞ্জিনের তাপে মাটি উপড়ে গিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা দায়িত্বে থাকা এক অফিসার জানিয়েছেন যে, প্রাথমিক ভাবে তাদের পক্ষ থেকে এই নির্দেশ মেনে নেয়া হয়নি। কিন্তু পরবর্তী সময়ে যখন রানীর ইচ্ছা বিষয়টির সঙ্গে জড়িয়ে যায় তখন তারা নির্দেশটি মেনে নিয়েছেন এবং তারা তিনটি কপ্টারই নিরাপত্তায় ব্যবহার করবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা ইংল্যান্ড সফরে এসেছেন। তাদের এই সফরে ইংল্যান্ড ছাড়াও সৌদি আরব এবং জার্মান সফরেরও কথা রয়েছে।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে