সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬, ০৭:৪৮:৫২

উত্তর কোরিয়ার শর্ত সাফ নাকচ করলেন বারাক ওবামা

উত্তর কোরিয়ার শর্ত সাফ নাকচ করলেন বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু পরীক্ষা বন্ধে উত্তর কোরিয়ার শর্ত নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু ইয়ং এক সাক্ষাৎকারে বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার বার্ষিক সামরিক মহড়া বন্ধ করা হলেই কেবল পিয়ংইয়ং পরমাণু পরীক্ষা বন্ধ করবে।

জবাবে ওবামা সাংবাদিকদের বলেছেন, এ জাতীয় প্রস্তাবকে আমেরিকা গুরুত্বের সঙ্গে নেয় না। পিয়ংইয়ংকে এরচেয়ে ভাল কিছু করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

প্রতিবছর আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া চালায়। দুই দেশের এ মহড়া কোরিয় উপদ্বীপে উত্তেজনা উস্কে দেয় এবং পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর মনোভাব প্রকাশ করে। গত মাস থেকে এ রকম সামরিক মহড়া শুরু করেছে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া।

২০০৮ সাল থেকে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া প্রতিবছর বার্ষিক মহড়া চালিয়ে আসছে। অবশ্য গত বছর মহড়ায় দুই দেশের যে পরিমাণ সেনা অংশ নিয়েছিল এবারে তার চেয়ে চার গুণ বেশি সেনা অংশ নিয়েছে। এবারের মহড়ায় ১৭,০০০ মার্কিন ও তিন লাখ দক্ষিণ কোরিয়ার সেনা অংশ নিচ্ছে। এছাড়া, মহড়ায় বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ, জঙ্গিবিমান ও তাজা গুলির ব্যবহার হচ্ছে।-আইআরআইবি
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে