আন্তর্জাতিক ডেস্ক : দাউদ ইব্রাহিম, তিনি আন্ডারওয়ার্ল্ড ডন। তার এক ইশারায় পুরো বিশ্বই কেঁপে উঠে। যিনি আড়ালে বসে পুরো কালো জগতটাকেই নিয়ন্ত্রণ করে চলেছেন দীর্ঘদিন ধরে। এবার সেই ডন মৃত্যুর মুখে! তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে পাক সংবাদমাধ্যম সূত্রের খবর।
বিভিন্ন সংবাদ মাধ্যম দাবী করছে, দাউদের পায়ে গুরুতর পচন ধরেছে। তেমন হলে পা বাদ দেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন চিকিৎসকরা। বর্তমানে করাচির লিয়াকৎ ন্যাশনাল হসপিটালে ভর্তি দাউদ। এর আগে করাচিরই কম্বাইনড মিলিটারি হসপিটালে চিকিৎসা চলছিল তার। এছাড়া দাউদকে বাচাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড।
সূত্রের খবর, দাউদের পা বাদ দেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, দাউদের পায়ের প্রচুর পেশিতে পচন ধরেছে। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের কারণেই এই পচন বলে মনে করছেন চিকিৎসকরা।
ওদিকে আন্তর্জাতিক চাপের ফলে চিকিৎসার জন্য দাউদকে করাচি শহরের বাইরে নিয়ে যেতে পারছে না পাক প্রশাসন। এমনকী গ্রেফতারির ভয়ে তাকে দুবাই পাঠাতেও ভরসা পাচ্ছে না তারা।
ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ বিশ্বের সেরা ১০ মাফিয়া ডনের অন্যতম।
১৯৯৩ মুম্বই বিস্ফোরণের দোষী দাউদকে গত দু’দশক ধরে খুঁজছে ভারত। পাকিস্তানের হাতে দাউদের সেদেশে থাকার স্বপক্ষে একাধিকবার প্রমাণ তুলে দিলেও তা নির্লজ্জের মতো অস্বীকার করেছে সেদেশের সরকার।
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন