মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ০৩:৪৭:৩১

মুসলমানরাই খ্রিস্টানদের সবচেয়ে বড় বন্ধু, স্বীকার করলেন ওবামা

মুসলমানরাই খ্রিস্টানদের সবচেয়ে বড় বন্ধু, স্বীকার করলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে মুসলিমরাই খ্রিস্টানদের সবচেয়ে বড় বন্ধু একথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার তিন দিনের ব্রিটেন সফরের শেষ দিনে লন্ডনের এক সমাবেশে পাঁচ শতাধিক ব্রিটিশ যুবকের সামনে ভাষণে এ কথা স্বীকার করেন তিনি। ওবামা বলেন, ‘বিচ্ছিন্নতা ও ইসলামভীতিকে প্রত্যাখ্যান করো। সন্ত্রাসবিরোধী যুদ্ধের পরিবর্তে এটি হবে নিজেদের বিরুদ্ধে লড়াই।’

ব্রিটিশ যুবকদের ইসলামভীতি থেকে বের হয়ে আশারও আহ্বান জানান বারাক ওবামা। ইসলামিক স্টেট বা আইএস প্রসঙ্গে সন্ত্রাসবিরোধী যুদ্ধে মুসলিম আমেরিকানরা তার সবচেয়ে বড় বন্ধু বলে অভিহিত করেন তিনি।ৎ

প্রেসিডেন্ট হিসেবে সম্ভাব্য শেষ ব্রিটেন সফরে বারক ওবামা ব্রিটিশ যুবকদের বিদেশভীতি পরিহার ও ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয় যাওয়ার(ব্রেক্সিট) সিদ্ধান্তে বিরুদ্ধে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিদেশভীতি থেকেই ব্রেক্সিটের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমি তরুণদের কাছে এই প্রস্তাব প্রত্যাখ্যান করার আহ্বান জানাই। নিজেদের নিয়ন্ত্রণের বাইরের কোনো শক্তি দ্বারা আমরা আবদ্ধ এমন ধারণা প্রত্যাখ্যান করতে হবে। আমি চাই তোমরা একটি ঐতিহাসিক ও আরো বেশি আশাবাদী সিদ্ধান্ত নেবে।

মার্কিন প্রেসিডেন্ট এ দিন কিংবদন্তি নাট্যকার শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনের বিখ্যাত গ্লোব থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নেন। সেখানে ওবামা শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের কিছু দৃশ্য উপভোগ করেন।

এ দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে গলফ খেলায়ও অংশ নেন তিনি। এর আগে শুক্রবার ব্রেক্সিটের ব্যাপারে সতর্ক করে দিয়ে ওবামা ব্রিটিশ জনগণকে আসন্ন গণভোটে এই সিদ্ধান্তে বিরুদ্ধে ভোটদানের আহ্বান জানিয়েছেন।

তবে লন্ডনের মেয়র বরিস জনসনসহ ইইউ ত্যাগের পক্ষে থাকা অনেকেই ওবামার এই ভূমিকা ‘অত্যন্ত কুটিল’ বলে মন্তব্য করেছেন। তাদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে নিজেদের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ পছন্দ করে না তেমনি ইইউ সদস্য দেশগুলোও তা করে না।
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে