আন্তর্জাতিক ডেস্ক : রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলের আবার ক্ষমতায় ফিরে আসা নিয়ে রীতিমতো সন্দিহান প্রকাশ করছে মার্কিন সংবাদমাধ্যম৷ তারা মনে করছে, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে যা ফল আশা করা গিয়েছিল, তা আর শেষ পর্যন্ত হবে না৷
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা এই সংশয়ের কথা স্পষ্ট করে জানিয়েছে৷ সোমবার ওই সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদে বলা হয়েছে, মমতা বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরবেন কিনা তা নিয়ে সংশয় আছে৷
ওই সংবাদে বলা হয়েছে, কিছু দিন আগেও ভাবা হত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় প্রত্যাবর্তন নিঃসংশয় ব্যাপার। কিন্তু পরিস্থিতি আর তত সরল বলে মনে হচ্ছে না। রাজনৈতিক মহল তো বটেই, প্রশাসনিক ও পুলিশ মহলেও তেমন সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু কেন এই ভাবনা বদল? একে তো কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারছেন। অন্যদিকে, একটা বদলের গন্ধ পেয়ে পুলিশ প্রশাসনও নিরপেক্ষভাবে কাজ করা শুরু করেছে।
তা ছাড়া, আগেকার নির্বাচনে বাম ও কংগ্রেসের যা নিজস্ব ভোট, সেই অঙ্কমাফিক কিন্তু এবারের ভোটের অঙ্ক জোটেরই অনুকূল। তাই যে সম্ভাবনা কয়েক সপ্তাহ আগেই অলীক ভাবনা বলে মনে করা হত, সেটাই এখন সম্ভাব্য বাস্তব বলে মনে করছেন অনেকেই। অবশ্য সব প্রশ্নের জবাব মিলবে ১৯ মে ফল বেরলে।
ভয়েস অফ আমেরিকার প্রচারিত এই সংবাদে রীতিমতো হইচই পড়েছে রাজ্য রাজনৈতিক মহলে৷ মনে করা হচ্ছে, বিশ্বের কোন দেশের কোথায় কী পরিবর্তন হচ্ছে, তার একটা আভাস পেয়ে যায় মার্কিন সংবাদমাধ্যম৷ তাই, হটাৎ করে ভয়েস অফ আমেরিকা পশ্চিমবঙ্গের মতো রাজ্যের নির্বাচনে কেনো ভবিষ্যতবানী করতে গেল? নিশ্চয় তারা বিভিন্ন মহল বা সুত্র থেকে এমন কোন গন্ধ পেয়েছে, যার জেরে মমতার আবার রাজ্যে ফিরে আসা নিয়ে সংশয় প্রকাশ করেছে আমেরিকার এই সরকারি সংবাদ মাধ্যম?
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই