মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ০৪:৪৫:১২

সিরিয়ায় যাচ্ছে আরো ২৫০ মার্কিন সেনা, উদ্দেশ্য নিয়ে সন্দেহ

সিরিয়ায় যাচ্ছে আরো ২৫০ মার্কিন সেনা, উদ্দেশ্য নিয়ে সন্দেহ

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধকবলিত সিরিয়ায় আরো পদাতিক সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে নতুন করে আড়াইশ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি। তবে, ২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট দায়েশের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে কিন্তু কার্যত এ পর্যন্ত তার কোনো প্রভাব দেখা যায় নি।

জার্মানির হ্যানোভার থেকে গতকাল সোমবার ওবামা সিরিয়ায় স্পেশাল ফোর্সের ২৫০ সেনা পাঠানোর ঘোষণা দেন। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব সেনা সিরিয়ার মাটিতে পা রাখবে।

সেনা পাঠানোর ঘোষণা দিয়ে ওবামা তার ভাষায় বলেন, “ইরাকে দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমি বাড়তি সেনা পাঠানোর অনুমোদন দিয়েছি; একইভাবে সিরিয়ায়ও এই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় বাহিনীকে সহযোগিতার জন্য নতুন করে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।”

নতুন করে সেনা পাঠানোর পর সিরিয়ায় মার্কিন সেনা সংখ্যা হচ্ছে ৩০০। তবে মজার বিষয় হচ্ছে- সিরিয়াকে অস্থিতিশীল করতে ২০১২ সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে জর্দানে প্রশিক্ষণ দিয়েছিল আমেরিকা। এখন সেই শক্তির বিরুদ্ধে লড়াইয়ের দাবি করছে তারা। সে কারণে এসব সেনা পাঠানোর আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে।-আইআরআইবি
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে