মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ০৫:৫৫:৫৭

অাবারও খেপেছে খেপা কিম

অাবারও খেপেছে খেপা কিম

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া নতুন মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে দ্বিতীয়বারের মতো প্রস্তুতি নিচ্ছে। ১০ দিন আগে প্রথম দফার উৎক্ষেপণ চরমভাবে ব্যর্থ হওয়ার পর তারা এ প্রচেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম একথা জানিয়েছে।

গত সপ্তাহান্তে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিন্দা জানানোর পর এ ধরনের যেকোন পরীক্ষা চালানো হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য আরেকটি চপেটাঘাত। জাতিসংঘের বিদ্যমান প্রস্তাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত যেকোন প্রযুক্তির ব্যবহার উত্তর কোরিয়ার জন্য নিষিদ্ধ।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়া নিকট ভবিষ্যতে মুসুদান নামের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমন ইঙ্গিত পেয়েছে।

মুসুদান এমন এক ধরণের ক্ষেপণাস্ত্র যেটি দুই হাজার ৫শ’ থেকে ৪ হাজার কিলোমিটারের মধ্যে যেকোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে ধারণা করা হয়। এ ক্ষেপণাস্ত্রের সর্ব নিম্ন রেঞ্জের মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপান এবং সর্বোচ্চ রেঞ্জের মধ্যে গুয়ামে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো রয়েছে। এ ক্ষেপণাস্ত্র কখনোই সফলভাবে পরীক্ষা চালানো সম্ভব হয়নি।

এর আগে গত ১৫ এপ্রিল এ ক্ষেণাস্ত্রের পরীক্ষা চালানো হলে পেন্টাগন এটিকে চরম ব্যর্থ পরীক্ষা হিসেবে বর্ণনা করে। ওই উৎক্ষেপণের পর দ্বিতীয়বারের মতো এটির পরীক্ষার চেষ্টা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়া মুসুদান ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিলেও প্রথমটি ব্যর্থ হওয়ার পর দ্বিতীয়টি স্থগিত রাখে। সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এক সূত্র জানায়,‘ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হচ্ছে।’
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে