আন্তর্জাতিক ডেস্ক : রোমানিয়ার একটি বিমানবন্দরে দু’টি এফ-২২ র্যাপ্টর ৫জি স্টিলথ জঙ্গিবিমান মোতায়েন করেছে আমেরিকা। পাশাপাশি জ্বালানি ভরার কাছে ব্যবহৃত বিমানও মোতায়েন করা হয়েছে। রাশিয়ার কথিত আগ্রাসনের বিরুদ্ধে পূর্ব ইউরোপীয় দেশটির প্রতি ন্যাটোর সমর্থনের অংশ হিসেবে এসব মোতায়েন করা হয়েছে।
রোমানিয়ার মিখাইল কোগালনিসিয়ানু বিমান ঘাঁটিতে অবতরণ করেছে মার্কিন বিমান বাহিনীর সর্বাধুনিক এ বিমান দুটি। কৃষ্ণসাগর তীরবর্তী এ ঘাঁটিটি ক্রিমিয়া উপদ্বীপে সেভাস্টপোলের রুশ শক্তিশালী সামরিক ঘাঁটি থেকে ৪০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত।
ফেসবুকে দেয়া স্ট্যাটাসে মার্কিন দূতাবাস রোমানিয়ায় বিমান দুটি অবতরণের কথা নিশ্চিত করেছে। রোমানিয়ায় মার্কিন পরবর্তী প্রজন্মের এ বিমান প্রথম অবতরণ করেছে বলে এতে জানানো হয়েছে। ব্রিটেনের মার্কিন ঘাঁটি থেকে এসব বিমান রোমানিয়ায় গেছে।
রোমানিয়ায় এফ-২২ পাঠানোর মধ্যদিয়ে ইউরোপে ন্যাটো মিত্র ও অংশিদারদের নিরাপত্তা জোরদার হবে বলে দাবি করা হয়েছে।
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই