মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ০৭:৫৯:২২

অ্যাম্বুলেন্স চলবে এবার ট্যাক্সির মত মিটারে!

অ্যাম্বুলেন্স চলবে এবার ট্যাক্সির মত মিটারে!

আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাজধানী বেইজিং এর অ্যাম্বুলেন্স চলবে এখন থেকে ট্যাক্সির মত মিটারে। আ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে অনেক অভিযোগের পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ‘বেইজিং মর্ণিং পোস্ট’ এর বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

মে মাস থেকে বেইজিং এর অ্যাম্বুলেন্সের প্রথম তিন কিলোমিটারের ভাড়া হবে ৫০ ইউয়ান (আট ডলার)। এরপর প্রতি এক কিলোমিটারের জন্য ভাড়া হবে সাত ইউয়ান।

তবে অ্যাম্বুলেন্স ডাকার পর তার আর দরকার না হলেও প্রথম তিন কিলোমিটারের ভাড়া বাবদ ৫০ ইউয়ান দিতে হবে। এতদিন পর্যন্ত বেইজিং এর অ্যাম্বুলেন্স চালকরা রোগী বা তাদের স্বজনদের কাছে যা খুশি ভাড়া দাবি করতে পারতো। এ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল।

গত ফেব্রুয়ারিতে চীনে পত্রিকায় খবর প্রকাশিত হয় যে, এক ব্যক্তির তার অসুস্থ বাবাকে আশি কিলোমিটার দূরের হাসপাতালে নেয়ার পর অ্যাম্বুলেন্স চালক তার কাছ থেকে সাড়ে পাঁচশো ডলার ভাড়া নেয়।

অ্যাম্বুলেন্সের জন্য যে ভাড়া গুনতে হয় সেটা জেনে অনেকে সোশ্যাল মিডিয়ায় তাদের বিস্ময় প্রকাশ করেন।

একজন মন্তব্য করেছেন, আমার ধারণা ছিল অ্যাম্বুলেন্সের সার্ভিস বিনামূল্যে পাওয়া যায়।

আরেকজনের মন্তব্য, সামনে কি আমাদের হাসপাতালে ঢুকতে হবে টিকেটে কেটে?
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে