মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ০৮:৩৬:৫৪

৪৮ ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী : আবহাওয়া দপ্তর

৪৮ ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী : আবহাওয়া দপ্তর

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে কাটতে চলেছে হাঁসফাঁস গরম৷ তীব্র দহন জ্বালা কাটিয়ে শহরে আসতে চলেছে বৃষ্টি৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই স্বস্তির বৃষ্টি আসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে৷ এমনই আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস৷ মেঘের হাত ধরেই কালবৈশাখীও শুরু হবে৷

পয়লা বৈশাখের আগে থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল গরম৷ কখনো ৩৯ কখনো বা ৪০-এর ঘরে ঘোরাঘুরি করছিল তাপমাত্রার পারদ৷ প্রচণ্ড গরমে অনেকেরই শরীর খারাপ হতে থাকে৷ দুপুরের পর থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় গরম হাওয়া বইতে শুরু করে৷ দীর্ঘদিন ধরেই এই গরমের হাত থেকে নিস্তার খুঁজছিল মানুষ৷

সোমবার বিকেল থেকেই কমতে শুরু করে তাপমাত্রা৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, তীব্র জলীয় বাষ্পের দরুন আকাশে বর্জ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে রাজ্যের আকাশে৷ সে কারণেই স্বস্তি মিলেছে৷ এই বর্জ্রগর্ভ মেঘের কারনেই পশ্চিমবঙ্গের গঙ্গার তীরবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ এই মেঘের সঞ্চারের ফলে গঙ্গার তীরবর্তী এলাকায় ভারী থেকে হালকা বৃষ্টি হবে বলেই জানিয়েছেন হাওয়া অফিস৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ধেয়ে আসবে বৃষ্টিপাত৷

মঙ্গলবার সকাল থেকে শহরের তাপমাত্রা ছিল অনেকটাই কম৷ ৩৬.৬ ডিগ্রি সেন্টিগ্রেড৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন যেহেতু আকাশে মেঘ রয়েছে, তাই তাপমাত্রা কম থাকলেও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে৷ এর ফলে রাস্তায় বেরলে অস্বস্তি হবে৷ শরীরে ঘাম হবে বেশি৷ তবে ভ্যাপসা গরমের পরিস্থিতি অনেকটাই কেটে যাবে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা৷

পাশাপাশি এই সময়ে প্রচুর পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷ আবহাওয়াবিদরা জানান, "বিকেলের দিকে শহরের তাপমাত্রা আরো কমবে৷ হাওয়া চলবে বেশি৷ বর্জ্রবিদ্যুত্‍-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে৷ যে সমস্ত জায়গায় বৃষ্টি হবে সেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইবে হাওয়া৷-সংবাদ প্রতিদিন
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে