মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ১০:২২:০২

পোশাক ছোট কেন, সিএনজিচালকের প্রশ্নে রেগে গেলেন সাংবাদিক?

পোশাক ছোট কেন, সিএনজিচালকের প্রশ্নে রেগে গেলেন সাংবাদিক?

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের অতিনৈতিকতা রোধের উদাহরণ কম মিলবে না ভারতে৷ রাস্তাঘাটে চলতে গিয়ে ছোট পোশাক পরেছ কেন, সিগারেট খাচ্ছ কেন, কিন্তু এমন প্রশ্ন যদি অপরিচিত ব্যক্তিরা করে বসেন তবে বোধহয় এখন আর অবাক হওয়ার কিছুই নেই৷ কিন্তু ছোট পোশাক পরার 'অপরাধে' কোনো ব্যক্তি যদি আপনার চরিত্র নিয়ে প্রশ্ন করে, তা কি খুব ভাল লাগবে আপনার?

এবার এমন ঘটনাই ঘটল বেঙ্গালুরুতে৷ ছোট পোশাক পরার জন্য সিএনজিচালকের কুমন্তব্যের শিকার হলেন সাংবাদিক ঐশ্বরিয়া সুব্রমনিয়ন৷

ঐশ্বরিয়া সিএনজিয় চড়লে, ওই সিএনজিচালক হঠাৎই তাকে ভদ্র পোশাক পরার পরামর্শ দেন৷ ঐশ্বরিয়া বুঝেছিলেন ছোট পোশাক পরার জন্যই এমন কথা শোনানো হল তাকে৷ কিন্তু এই ঘটনার প্রতিবাদ করায় হিতে বিপরীত হল। সিএনজিচালক ঐশ্বরিয়ার পোশাক এবং আচরণকে খুবই খারাপ আচরণের সঙ্গে তুলনা করেন৷

এতেই থেমে থাকেনি পুরো ব্যাপারটা৷ ঐশ্বরিয়া ঘটনার প্রতিবাদ করলে, সেখানকার চলতি পথের লোকজন মজা দেখবে বলে একজোট হন এবং সিএনজিচালকের পক্ষেই কথা বলতে থাকেন।

পুরো ঘটনায় হতচকিত এবং অপমাণিত ঐশ্বরিয়া বিষয়টির বিবরণ দেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ সেই সিএনজিচালকের ছবিও পোস্ট করেন ঐশ্বরিয়া৷

এমন ঘটনায় বিস্ময় জাগবে না বিরক্তি, তা এখন আর বোঝার উপায় নেই৷ কারণ যতদিন যাচ্ছে মানুষের মাঝে ভদ্রতা কমেই যাচ্ছে। লোপ পাচ্ছে জ্ঞানের। এভাবে চলথেকে আগামীর কি অবস্থা হবে আল্লাহই জানে?-সংবাদ প্রতিদিন
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে