আন্তর্জাতিক ডেস্ক : আর কটা দিন গেলেই সাত পাকে বাঁধা পড়ে নতুন জীবনে পা রাখতেন৷ বদলে জীবনে ইতি টেনে দিলেন এক অধ্যাপিকা৷ বিয়ের মাত্র কদিন আগে পাত্রের অমত জানতে পেরেই তাঁর এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপিকা স্বস্তি পাণ্ডের বিয়ে ঠিক হয়েছিল এক ইঞ্জিনিয়ার পাত্রের সঙ্গে৷ পাকা কথা হওয়ার পর কটাদিনই মাত্র বাকি ছিল বিয়ের৷ এরকম সময়েই পাত্রের অমতের কথা জানতে পারেন স্বস্তি৷ তারপরই আত্মহননের সিদ্ধান্ত নেন৷ গত রবিবার সিলিং ফ্যানে ফাঁস লাগানো অবস্থায় স্বস্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার আগে হবু বরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন স্বস্তি৷ তার মোবাইল কল লিস্ট থেকে এ প্রমাণ পাওয়া গিয়েছে৷ স্বস্তির পরিবারের অভিযোগ, হবু বর বিয়েতে অমত হওয়ার ফলেই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন স্বস্তি৷ পাকা কথা হয়ে যাওয়ার ফলে বিয়ের প্রস্তুতি ছিল প্রায় সারা৷ এ অবস্থায় বিয়ে ভাঙলে পরিবারের উপর কী প্রভাব পড়তে পারে সে কথাও চিন্তা করেছিলেন স্বস্তি৷ তিনি নিজে যে মানসিক যন্ত্রণা পেয়েছিলেন তা বলাই বাহুল্য৷ তাঁর রেখে যাওয়া সুইসাইড নোটে পরিবারের মানসিক যন্ত্রণার উদ্বেগের কথাও জানিয়েছেন স্বস্তি৷ পরিবারের সম্মানের কথা ভেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান৷ বহেলপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দাযের করেছে স্বস্তির পরিবার৷
২৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ