আন্তর্জাতিক ডেস্ক : ‘ভারতমাতা কি জয়’ নিয়ে ফের মুখ খুললেন যোগ গুরু রামদেব। নাম উল্লেখ করেই এবার তিনি সরাসরি আক্রমণ করলেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসিকে। আসাদুদ্দিনের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগও তুলেছেন রামদেব।
গলায় চুড়ি ধরলেও ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দেবন না বলে জানিয়েছিলেন আসাদুদ্দিন ওয়াইসি। এই বিষয়ে তার যুক্তি ছিল, “ভারতের সংবিধানে কোথাও ভারতমাতা কই জয় স্লোগান দেয়া বাধ্যতামূলক করা হয়নি।” এই বিষয়ে একটি টেলিভিশন চ্যানেলের দেয়া সাক্ষাৎকারে বাবা রামদেব আসাদুদ্দিনের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, “ভারতের সংবিধানে ইসলাম ধর্মাচরণ করা বা কোরআন পড়া বাধ্যতামূলক করা হয়েছে কি?”
‘ভারতমাতা কি জয়’ স্লোগান নিয়ে আসাদুদ্দিনের করা মন্তব্য অত্যন্ত কুরুচিকর এবং উত্তেজক বলে অভিযোগ করেছেন রামদেব। এর আগে ‘ভারতমাতা কি জয়’ স্লোগান না দিলে তার শিরশ্ছেদ করবেন বলে হুমকি দিয়েছিলেন যোগগুরু বাবা রামদেব।-কলকাতা২৪
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই