বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ০৬:৫০:৩৫

মোদিকে ঈশ্বরের সঙ্গে তুলনা, ভারত জুড়ে তীব্র সমালোচনা!

মোদিকে ঈশ্বরের সঙ্গে তুলনা, ভারত জুড়ে তীব্র সমালোচনা!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঈশ্বরের সঙ্গে তুলনা করার অভিযোগে তীব্র সমালোচনা করেছে বিজেপি’র শরিক দল ‘শিবসেনা’। বিজেপি’র সিনিয়র নেতাদের সমালোচনা করে শিবসেনা বলেছে. ভক্তগণই নেতাকে সঙ্কটের মধ্যে ফেলবে।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী এবং সিনিয়র বিজেপি নেতা বেঙ্কইয়া নাইডু প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছিলেন, ‘ভারতের জন্য নরেন্দ্র মোদি ঈশ্বরের উপহার’। কেন্দ্রীয় মন্ত্রী রাধামোহন সিংও এ ধরণের মন্তব্য করেন।

শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’য় বলা হয়েছে, ‘বিজেপি’র প্রবীণ নেতারা নরেন্দ্র মোদি সম্পর্কে এমন মন্তব্য করেছেন যে, তাকে ঈশ্বরের ‘অবতার’ রূপে দেখানোর চেষ্টা চলছে। তাকে যখন ‘ঈশ্বর’ রূপে দেখানো হচ্ছে, তাহলে এবার তার মন্দির তৈরি হবে, তার নামে উৎসব পালন করা হবে। অযোধ্যায় তো ‘রাম মন্দির’ তৈরি হল না। এখন ‘নয়া ভগবান’-এর নামে শ্লোক পড়া হবে।’

শিবসেনা প্রধানমন্ত্রী মোদিকে কার্যত সাবধান করে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদাহরণ টেনে ‘সামনা’য় বলেছে, ‘বিজেপির মনে রাখা উচিত তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিজ্ঞাপনের জন্য প্রচুর টাকা ব্যয় করেছিলেন। কিন্তু জরুরি অবস্থার পরে তাকে নির্বাচনে হারতে হয়েছিল।’

‘সামনা’য় আরো বলা হয়েছে, নির্বাচনের আগে কালো টাকা ফেরত আনা, মুদ্রাস্ফীতি কম করা, দুর্নীতি শেষ করার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেসবের কী হল? আমরা কি করে বলতে পারি যে, এটা মোদি সরকারের সাফল্য?

বিজেপি’র জোট শরিক শিবসেনা অবশ্য এর আগেও বিজেপি’র নানা সিদ্ধান্তের সমালোচনা করেছে। জেএনইউ ছাত্র নেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনার সমালোচনা করেছিল তারা। দলের পক্ষ থেকে বলা হয় ‘কানহাইয়াদের দেশদ্রোহী তকমা দিয়ে আদতে যুবসমাজের সমর্থন হারাচ্ছে বিজেপি।’

সিনেমা হলে মোদি সরকারের উন্নয়ন নিয়ে আড়াই মিনিটের তথ্য চিত্র দেখানোর নির্দেশকেও সমালোচনা করেছে শিবসেনা। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রচার যদি করতেই হয়, শুধু মোদির কেন? দেশে আরো অনেক প্রকল্প রয়েছে, নেতা রয়েছেন, তবে তার প্রচার হোক।’-আইআরঅাইবি
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে