বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ০৭:১৯:৩৫

মা ব্যস্ত মোবাইলে, ২ বছরের শিশু চাপা পড়ল গাড়ির নিচে!

মা ব্যস্ত মোবাইলে, ২ বছরের শিশু চাপা পড়ল গাড়ির নিচে!

আন্তর্জাতিক ডেস্ক : একটি শিশুর সবথেকে নিরাপদ আশ্রয় হল মা। মা-ই পারে শিশুর সবথেকে বেশি খেয়াল রাখতে। কিন্তু এই মা-ই যদি হয় ছোট্ট শিশুটির মৃত্যুর কারণ? তাহলে শিশুদের আশ্রয় হবে কোথায়? কথাটি শুনতে যদিও আপনার কাছে একটু খারাপ লাগে তারপরও বলতে হচ্ছে সম্প্রতি এমনি একটি ঘটনা ঘটেছে চীনে।

নিজের ২ বছরের শিশুকে রাস্তায় একা ছেড়ে দিয়ে মা ব্যস্ত হয়ে পড়েছিলেন মোবাইল নিয়ে। মোবাইল নিয়ে তিনি এতই ব্যস্ত হয়ে হয়ে পড়েন যে তার হুঁশই ছিল না এই ছোট বাচ্চাটি কোন দিকে যাচ্ছে। মায়ের অগোচরে শিশুটি ফুটপাথ পেরিয়ে হামাগুড়ি দিয়ে চলে আসে রাস্তার মাঝখানে। আর তখনি ঘটে বিপদ। সামনের দিক থেকে আসা একটি গাড়ি শিশুটিকে দেখতে না পেয়ে তার উপর দিয়ে চালিয়ে দেয় গাড়ি।

তখন সম্বিত ফিরে পায় মা। সঙ্গে সঙ্গে গাড়িটির ড্রাইভার শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ছোট্ট শরীরটায় তখন আর পারণ ছিল না। মায়ের সামান্য অবহেলা মাত্র ২ বছর বয়সেই কেড়ে নিল শিশুটির প্রাণ। তাহলে কি এই মোবাইলে এমন সব বিপদের এক মাত্র কারণ?
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে