বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ১০:১২:০৩

খরা পীড়িত ভারতে অকাতরে পানি বিলাচ্ছেন আল্লা-ভক্ত মতিন ভাই!

খরা পীড়িত ভারতে অকাতরে পানি বিলাচ্ছেন আল্লা-ভক্ত মতিন ভাই!

আন্তর্জাতিক ডেস্ক : খারা পীড়িত ভারতের উজ্জ্বল দৃষ্টান্ত মতিন ভাই৷ খরায় শুকিয়ে যাওয়া মহারাষ্ট্রের লাতুরে জীবন দিচ্ছেন শেখ মতিন মুসা৷  তিনিই এখন লাতুরের লোকদের পানি দিয়ে সাহায্য করে থাকেন!

অসাধ্য সাধ করেছেন মতিন মুসা৷ নিজের কুয়া থেকে অকাতরে পানি বিলিয়ে যাচ্ছেন তিনি৷ গত তিন মাস ধরে এই কাজ করে চলেছেন৷ তার বাড়ির দরজায় দাঁড়িয়ে কেউ তৃষ্ণা নিয়ে ফিরে যাবেন না৷ এই যেন পণ মতিন ভাইয়ের৷

শুকিয়ে যাওয়া লাতুরের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এখন মতিন ভাইয়ের দেয়া পানি খাচ্ছেন৷ রোজই লাইন বাড়ছে তার বাড়ির কুয়োর সামনে৷ হাসিমুখে পানি বিলি করে যাচ্ছেন মতিনভাই৷ রোজ অন্তত ১০ হাজার লিটার পানি তিনি বিলিয়ে দেন৷ লাতুরের অবস্থায় চিন্তিত মহারাষ্ট্র প্রশাসন৷ একটু পানির জন্য হাহাকার পড়ে গিয়েছে৷

আল্লাহর কি মেহেরবানি সেখানে মতিন ভাইয়ের বাড়ির কুয়ায় পানি পরিপূর্ণ৷ পানির জন্য কেউ যাতে কষ্ট না পায় তাই নিজের কুয়োটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন শেখ মতিন মুসা৷ সোশাল সাইটে তার এই পানি দানের কথা ও ছবি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে৷ আসছে শুভেচ্ছাবার্তা৷ মতিন সেসব নিয়ে মাথা ঘামান না৷ কারণ, তিনি পানি দিতে ব্যস্ত৷ কেউ কেউ তাকে পানির জন্য টাকা দিতে চেয়েছিলেন৷ সবিনয়ে তা প্রত্যাখ্যান করেছেন মতিন ভাই৷

স্থানীয় স্কুলের অংকের শিক্ষক শেখ মতিন মুসা৷ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি নিয়েই কাটে দিনের বেশিরভাগ সময়৷ জীবনের অংকেও তিনি শিক্ষক৷ যখন আপনার কুয়ায় পানি শুকিয়ে যাবে তখন কী করবেন? হাল্কা হেসে মতিন ভাই জানিয়েছেন, আমিও একটা বালতি নিয়ে পানি খুঁজতে বেরিয়ে পড়ব৷

পানির পর নাম জীবন৷ একথা সত্য প্রমানি হলো আরেক বার। ধর্ম, বিভেদ সবই তুচ্ছ৷ শেখ মতিন মুসা সে কথা প্রমাণ করেছেন৷ এই মুহূর্তে শুকনো লাতুরে তিনিই মহান মানব৷
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে