বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ১১:০৬:০১

শর্ত মানলে ইসরাইলে দূতাবাস খুলব : সৌদি আরব

শর্ত মানলে ইসরাইলে দূতাবাস খুলব : সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সামরিক বাহিনীর সাবেক জেনারেল আনোয়ার এশকি জানিয়েছেন, মধ্যপ্রাচের সংঘাত অবসানের জন্য দেয়া সৌদি আরবের পরিকল্পনা মেনে নিলে তেল আবিবে দূতাবাস খুলবে রিয়াদ। আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

সাক্ষাৎকারের সময় আল-জাজিরা তার কাছে জানতে চায়- তেল আবিবে সৌদি দূতাবাস খুলতে কত সময় লাগবে। জবাবে আনোয়ার বলেন, “বিষয়টি ইসরাইলের প্রধানমন্ত্রী মি. নেতানিয়াহুকে জিজ্ঞেস করতে পারেন।”

জেনারেল আনোয়ার আরো বলেন, “যদি নেতানিয়াহু সৌদি আরবের পরিকল্পনা গ্রহণ করার কথা ঘোষণা করেন এবং ফিলিস্তিনিদের সব অধিকার ফিরিয়ে দেন তাহলে সৌদি আরব তেল আবিবে দূতাবাস খোলার কাজ শুরু করবে।” জেনারেল আনোয়ার আরো জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইসরাইল একঘরে থাকুক সৌদি আরব তা চায় না।

গত জুনে ইসরাইলের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা দোরে গোল্ডের সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করেছিলেন জেনারেল আনোয়ার এশকি। এরপর গোল্ড ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। সে সময় গোল্ড বলেছিলেন, ইসরাইল প্রায় সব আরব দেশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।

২০০২ সালে সৌদি আরব প্রথমবারের মতো কথিত শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিল। ওই প্রস্তাবে সৌদি আরব ইসরাইলকে স্বীকৃতি দেয়ার কথা বলেছিল; বিনিময়ে পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ইসরাইলি দখলদারিত্ব প্রত্যাহার করার দাবি করা হয়।

আল-জাজিরার সাক্ষাৎকারে জেনারেল আনোয়ার এশকিকে জিজ্ঞেস করা হয়- ইসরাইল গাজা উপত্যকায় বোমা হামলা করলে সৌদি আরব কখনো ফিলিস্তিনিদের রক্ষায় এগিয়ে যায় নি কিন্তু কেন ইয়েমেনে সামরিক হামলা চালালো? জবাবে এশকি বলেছেন, “আমি এ সম্পর্কে ইরানিদেরকে বলেছি: ‘আপনারা ফিলিস্তিনিদেরকে অস্ত্র দিয়ে সমর্থন দেন কিন্তু আমরা দিই অর্থ। আমরা যখন অর্থ দিয়ে ফিলিস্তিনিদের সহায়তা করি তখন আমরা চাই তারা ভালোভাবে বেঁচে থাকুক এবং আপনারা (ইরানিরা) ফিলিস্তিনিদেরকে ধ্বংসের জন্য অস্ত্র দিয়ে সাহায্য করেন।”-আইআরআইবি
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে