আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমীক্ষক সংস্থা ‘ক্রেডিট সুসি’ এ জরিপ করেছে। জরিপে উঠে এসেছে, যে সব দেশের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী, সেই তালিকায় স্থান পেয়েছে আমেরিকা, রাশিয়া, চিন, জাপান ও ভারত। আমেরিকা ও রাশিয়া বাদে তিনটি দেশই এশিয়ার দেশ।
ফ্রান্স ও ব্রিটেনকে পিছনে ফেলে ভারতের অবস্থান পাঁচে। এই সমীক্ষক সংস্থাটির রিপোর্ট বলছে, ভারতীয় বিমানবাহিনী এতটাই শক্তিশালী যে, তা যে কোনও সময় তার যে কোনও শত্রুকে টক্কর দিতে পারে। ভারতীয় বিমানবাহিনীর হাতে যেমন প্রচুর যুদ্ধবিমান রয়েছে, তেমনই রয়েছে হানাদার হেলিকপ্টার, এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার আর প্রচুর সাবমেরিন।
আরও একটি নজরকাড়া তথ্য, গত বছর প্রতিরক্ষা খাতে ভারতের খরচ হয়েছিল ৬১ হাজার কোটি মার্কিন ডলার। যা, শক্তিশালী সেনাবাহিনীর তালিকায় ভারতের পরে থাকা ন’টি দেশের মোট প্রতিরক্ষা-ব্যয়ের চার গুণের কাছাকাছি। সমীক্ষক সংস্থা ‘সুসি’-র তালিকায় শক্তিশালী সেনাবাহিনীর নিরিখে আমেরিকার ‘স্কোর’ ০.৯৪। রাশিয়ার ‘স্কোর’ ০.৮০, চিনের ০.৭৯ আর ভারতের ০.৬১। ভারতের অনেক পরে রয়েছে দক্ষিণ কোরিয়া, ইতালি, কানাডাও।
২৮ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস