বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ০৬:২৪:২৮

স্বাধীনতা সংগ্রামী নন সন্ত্রাসবাদী ছিলেন সূর্য সেন ও ভগত সিং!

স্বাধীনতা সংগ্রামী নন সন্ত্রাসবাদী ছিলেন সূর্য সেন ও ভগত সিং!

আন্তর্জাতিক ডেস্ক: আচ্ছা যদি জিজ্ঞেস করি ভগত সিং কে? কেন তিনি বিখ্যাত? কি করেছেন উনি? তাহলে দশের মধ্যে নয় জনই বলবেন ভগত সিংকে স্বাধীনতা সংগ্রামী বলবেন৷ কিন্তু না এটা ভুল কেন না দিল্লি বিশ্ববিদ্যায়ের পাঠ্য বই অনুযায়ী ভগত সিং একজন সন্ত্রাসবাদী! শুধু ভগত সিং নয় সূর্য সেন, চন্দ্রশেখর আজাদকেও সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছে বইটি৷ এমন ‘ঐতিহাসিক ভুল' এক দু'দিন নয় দিল্লির পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে টানা আড়াই দশক ধরে৷ সবচেয়ে আশ্চর্য হল এই ভুল এতদিন ধরে কারওর নজরেই আসেনি৷

তবে শুধু ভগত সিংয়েই আটকে নেই ভুলের বহর৷ ওই বিতর্কিত পাঠ্য বইতে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনকেও সন্ত্রাসবাদী হামলা বলে অভিহিত করা হয়েছে৷ ১৯৩০ সালে চট্টগ্রামের ব্রিটিশদের অস্ত্রাগারে হামলা চালান সূর্য সেনের নেতৃত্ব বিপ্লবীরা৷ সেই ঘটনাকেও সন্ত্রাসবাদী হামলা বলে চিহ্নিত করা হয়েছে বইটিতে৷

বিষয়টি সামনে আসে যখন চলতি বাজেট অধিবেশন চলাকালীন রাজ্যসভায় বিশ্ববিদ্যালয়ের পাঠ্য-বইয়ের ভুলটি তুলে ধরেন  দিল্লির জেডিউ সাংসদেরা৷ ভুলটি স্বীকার করে সংসদে ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি বলেন, ‘এটি ভুল নয়, বরং বলা ভাল ‘শিক্ষাক্ষেত্রের খুন বা অ্যাকাডেমিক মার্ডার'৷ ভুলটি শীঘ্রই সংশোধন করে নতুন পাঠ্যবই পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে৷ বিষয়ের কথা জানাজানি হতেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন দিল্লির ঐতিহাসিক-শিক্ষকরা৷ অবিলম্বে এমন ভুল সংশোধন করে নিতে ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রককে অনুরোধ জানিয়েছেন তাঁরা৷

২৮ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে