বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ১০:৪০:২২

মায়ের খুনি দু’বছরের শিশু

মায়ের খুনি দু’বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক : দুই বছর বয়সী এক শিশুর গুলিতে মারা গেছে তার মা। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াউকে এলাকায়।

বুধবার স্থানীয় পুলিশ ও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ঘটনার দিন নিহত মা তার আড়াই বছরের ছেলেকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। মা ছিলেন চালকের আসনে। পিছনের আসনে ছিল ওই শিশুটি। তার আসনের নিচে থাকা বন্দুকটি হঠাৎ করে নিচে গড়িয়ে পড়লে শিশুটি তা তুলে নেয় এবং মাকে লক্ষ্য গুলি করে টিগারে চাপ দিতেই ঘটনাস্থলেই প্রাণ হারান ২৬ বছরের মা প্রেট্রিস প্রাইস। ওই নারীর আরো দুটি সন্তান রয়েছে বলে তার স্বামী জানিয়েছে।

যে বন্দুকের গুলিতে প্রেট্রিস প্রাইস নিহত হয়েছেন, সেটি ছিল তার ছেলেবন্ধুর। নিজের গাড়িটি চুরি যাওয়ায় সেদিন বন্ধুর গাড়ি নিয়ে কাজে বেরিয়েছিলেন প্রেট্রিস প্রাইস। গাড়িতে আসনের নিচে থাকা বন্দুকটিও ছিল তার ওই বন্ধুর। বন্দুকটি হাতে পেয়ে কিছু না বুঝেই গুলি চালিয়ে দেয় অবুঝ শিশুটি, এতে মারা যায় ওই নারী। ওই সময় গাড়িতে ওই দুইজন ছাড়াও প্রেট্রিস প্রাইসের মা এবং তার এক বছরের মেয়েটিও সঙ্গে ছিল। কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে